সৌদি আরবে ঈদের চাঁদ উঠেছে কি ২০২৫
আরবি মাসগুলো সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। আর রমজান হলো হিজরি বর্ষপঞ্জিকার নবম মাস। তাই বিশ্বের সকল মুসলমান রমজান মাসের শেষের দিকে সন্ধ্যা আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ তালা*শ করে থাকেন। চাঁদ দেখার উপর ভিত্তি করেই পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। তবে সৌদি আরবের সুপ্রিমকোর্ট থেকে ২৯ তারিখ সন্ধ্যা আকাশে চাঁদ তালা*শ করতে বলা হয়েছে।
যদি ২৯ মার্চ শনিবার রাতের আকাশে ঈদের চাঁদ দেখা যায় তাহলে রবিবার সৌদি আরবে ঈদ পালিত হবে। আর যদি শনিবার রাতের আকাশে চাঁদ দেখা না যায় তাহলে সোমবার সৌদি আরবে ঈদ পালিত হবে। তবে অনেকের মনে প্রশ্ন সৌদি আরবে ঈদের চাঁদ উঠেছে কি? অতএব সঠিক উত্তর হচ্ছে সৌদি আরবে এখনো চাঁদ ওঠেনি। ২৯ মার্চ রাতের আকাশের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবে ঈদের চাঁদ উঠেছে কি
গত বছর পবিত্র রমজান পালিত হয়েছিল ২৯ টি। তাই এ বছরে পবিত্র রমজান মাসে কতটি রোজা পালন হবে তা নিয়ে অনেকের প্রশ্ন। রমজান মাস প্রায় শেষের দিকে। সবাই রাতের আকাশের চাঁদ তালা*শ করতে প্রস্তুত। সৌদি দেশের সুপ্রিম কোর্ট থেকে ২৯ মার্চ আকাশে চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন।
অর্থাৎ ২৯ মার্চ দেশটিতে রমজানের ২৯তম দিন পড়বে। আর ওই এপ্রিল রাতে চাঁদ দেখা দিলে ৩০ মার্চ সৌদি আরবে ঈদ পালিত হবে। অর্থাৎ ঈদের চাঁদ সৌদি আরবে এখনো ওঠেনি। তবে সৌদি আরবে ঈদের চাঁদ আজ ২৯ মার্চ ২৯ রোজায় উঠবে কিনা তা পুরো দেশেই বিশাল আয়োজনের সাথে তালা*শ করা হবে।
ঈদের চাঁদ উঠেছে কি না
না ঈদের চাঁদ এখনো ওঠেনি। ঈদের চাঁদ উঠেছে কিনা নিশ্চিতভাবে জানতে আজ ২৯ মার্চ রাত চাঁদ তালা*শ করুন। তবে সৌদি সরকার ২৯ মার্চ চাঁদ তালা*শ করার জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং সকলকে এই রাতে চাঁদ তালা*শ করার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ সৌদি আরবে ঈদের চাঁদ উঠেছে কিনা তা নিশ্চিতভাবে জানতে ২৯ মার্চ রাত পর্যন্ত অপেক্ষা করুন। এবং আমাদের এই পোস্ট থেকে রাতেই আপডেট তথ্য জানুন।
আজকের চাঁদ উঠার খবর 2025
সৌদি সরকার ২৯ মার্চ রাতের আকাশে খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে সকলকেই রোজার ঈদের চাঁদ অনুসন্ধান করার আহ্বান জানিয়েছেন। সাধারণত প্রতিবছর ২৯ রোজা এবং ৩০ রোজায় চাঁদ তালা*শ করা হয়। যদি ২৯ রোজায় চাঁদ দেখা যায় তাহলে পরবর্তী দিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়।
আজকে সৌদি আরবে চাঁদ উঠবি কিনা তা নিয়ে বেশ সংশয়ে রয়েছে এবং অনেকটা সম্ভাবনা রয়েছে। কারণ আজ ২৯ মার্চ সৌদি আরবে ২৯ রোজা পালিত হচ্ছে। অর্থাৎ আজ রাতের আকাশে চাঁদ দেখা দিলে ৩০ মার্চ সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে। আর ২৯ মার্চ রাতে চাঁদ দেখা না দিলে রোজা ৩০ টি পালিত হবে। এবং ৩১ তারিখে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
শেষ কথা
সঠিকভাবে চাঁদ তালা*শ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাইতো অনেকেই অনলাইনে এসে জানতে চান সৌদি আরবে ঈদের চাঁদ উঠেছে কি? এখন পর্যন্ত চাঁদ দেখা যায়নি। আজ রাত চাঁদ দেখার বিষয়টিকে নিশ্চিত ভাবে সকলকে জানিয়ে দেওয়া হবে। অতএ পরবর্তী আপডেট তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ
আরও দেখুনঃ


