আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা ২০ পয়েন্ট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি। এই দিবসটি আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শ*হীদদের স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ দিন। মাতৃভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি অনেক র*ক্ত ত্যাগের বিনিময়ে আমরা এই মাতৃভাষাকে বাংলা হিসেবে পেয়েছি।
বর্তমানে আমাদের মাতৃভাষা কে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রতিবছর ঠিক এই দিনে আমাদের ভাষা শ*হীদদেরকে স্মরণে শ*হীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে থাকি। মহান এই দিবসটিকে স্মরণে রাখার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভার আয়োজন করা হয়।
সেখানে মাতৃভাষার গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন আলোচনা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ সকল আলোচনার প্রতিযোগিতা গুলো বিভিন্ন শ্রেণী ভেদে আলাদা আলাদা হয়ে থাকে। অনেক প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা ২০ পয়েন্ট লিখতে বলা হয়। তাই আজকের এই পোস্টে শ*হীদ দিবস উপলক্ষে ২০ পয়েন্টের সুন্দর একটি রচনার নমুনা শেয়ার করতে যাচ্ছি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা ২০ পয়েন্ট
যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগের কথা কখনোই ভুলবার নয়। এজন্যই তাদেরকে স্মরণ রাখতে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সারাদেশেই এই দিন সরকারি ছুটি হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিবস পালন উপলক্ষে আলোচনা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা ২০ পয়েন্ট নিয়ে একটি নমুনা শেয়ার করা হলো।
১) ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২) এই দিবস আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের দিন।
৩) ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আন্দোলনে শ*হীদদের স্মরণে এই দিবস পালিত হয়।
৪) মাতৃভাষা আমাদের আত্ম-পরিচয়ের বাহন।
৫) মাতৃভাষায় আমরা আমাদের চিন্তা-ভাবনা প্রকাশ করি।
৬) মাতৃভাষা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক।
৭) মাতৃভাষা জ্ঞান-বিজ্ঞানের চাবিকাঠি।
৮) মাতৃভাষা আমাদের জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক।
৯) ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেতে র*ক্ত দিয়েছেন অনেক শিক্ষার্থী।
১০) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জানাতে শেখে।
১১) এই দিবস আমাদের মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্ববোধ জাগ্রত করে।
১২) মাতৃভাষা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে জ্ঞান অর্জনের পথ সুগম করে।
১৩) ভাষাগত বৈচিত্র্য রক্ষা করে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে পারি।
১৪) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।
১৫) এই দিনে আমরা সকলে মিলে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার শপথ গ্রহণ করি।
১৬) মাতৃভাষা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি।
১৭) মাতৃভাষা ছাড়া আমরা আমাদের পূর্ণাঙ্গ জীবনযাপন করতে পারি না।
১৮) আসুন আমরা সকলে মিলে মাতৃভাষাকে সমৃদ্ধ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা হস্তান্তর করি।
১৯) মাতৃভাষার প্রতি আমাদের কর্তব্য পালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
২০) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করি।
২১ শে ফেব্রুয়ারি রচনা
সকলেই জানি হচ্ছে আমাদের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদের স্মরণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শ*হীদ দিবস পালন করে থাকে। এই দিবসকে ঘিরে অনেক জাকজমকপূর্ণ অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। ঠিক তেমনি বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ২১ শে ফেব্রুয়ারি রচনা লিখতে বলা হয়। আমি আপনাদের সাথে ইতোমধ্যেই একুশে ফেব্রুয়ারি রচনা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনার একটি সুন্দর নমুনা শেয়ার করেছি।
শেষ কথা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা সকলে মিলে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার শপথ গ্রহণ করি এবং ভাষা শ*হীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানাই। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে শ*হীদদের আত্মত্যাগের কথা কখনোই ভুলে না যায় এ বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আজকের এই পোস্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা ২০ পয়েন্ট এর সুন্দর একটি নমুনা শেয়ার করার চেষ্টা করা হয়েছিল।