নারী দিবসের কবিতা ও ছন্দ
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৮ই মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে পুরো বিশ্ব পাবি। এছাড়া বাংলাদেশ সহ পুরে বিশ্বে নারীর অর্জন, আর অগ্রযাত্রার প্রতীক হিসেবে পালিত হয় এই নারী দিবস। নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রে সুদীর্ঘকালের অত্যাচারিত, নিপীড়িত থেকে মুক্তি পেতে যে আন্দোলন চালিয়ে আসছে। তারই সম্মানস্বরূপ পালিত হয় পুরো বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস।
বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় বিভিন্ন ধরনের সমাবেশ ও উদযাপনের মধ্য দিয়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা আবৃত্তির প্রতিযোগিতার মধ্য দিয়ে। পুরো বিশ্বের নারীদের সম্মাননা প্রকাশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। শুধুমাত্র যে সকল বাংলা ভাষাভাষী নাগরিক নারী দিবসের কবিতা অনুসন্ধান করছেন। তারা এই পোস্ট থেকে সবথেকে বাছাই করা সুন্দর নারী নিয়ে কবিতা গুলো সংগ্রহ করুন।
নারী দিবসের কবিতা
সারা বিশ্বের কল্যাণ যত নারীদের অবদানে,বিশ্ব নারী দিবস আজকে ৮ই মার্চ তাঁদেরই সসম্মানে। ছন্দে ছন্দ ও কবিতায় নিহিত রয়েছে নারী দিবসের সম্মাননা ও অধিকার আদায়ের কথা। আজকের আলোচনায় স্পষ্ট কবিতার মাধ্যমে ফুটে উঠেছে নারী দিবস সম্পর্কে বিভিন্ন কথা। ১৮৫৭ সালের নারী শ্রমিকদের মজুরি কে কেন্দ্র করে, কাজের সময় নির্ধারণে, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন।
তাই নারীদের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রকাশে মানুষের চিন্তাভাবনা পরিবর্তনের মূল লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। আগামী ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যারা দারুন সব কবিতা সংগ্রহ করতে চাচ্ছেন। এবং নারী দিবস উপলক্ষে বাংলাদেশে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অংশগ্রহণ নিতে এই পোস্ট থেকে সবথেকে সেরা, সুন্দর ও বাছাই করা নারী দিবসের কবিতা সংগ্রহ করুন।
০১
বিশ্ব নারী দিবসের কবিতা
-লক্ষ্মণ ভাণ্ডারী
সারা বিশ্বের কল্যাণ যত
নারীদের অবদানে,
বিশ্ব নারী দিবস আজিকে
তাঁদেরই সসম্মানে।
এই বিশ্বের উন্নতি যত
সব নারীদের দান,
বিশ্ব নারী দিবসে আজি
দিতে হবে সম্মান।
স্বদেশের তরে করেছে সংগ্রাম
অস্ত্র ধরি নিজ হাতে।
সমান তালে যুঝিয়াছে নারী
পুরুষের সাথে সাথে।
গৃহের কোণে বন্দী নারীরা
উঠেছে হিমালয় চূড়ে,
নারী বন্দনা দিকেদিকে আজ
তাই সারা বিশ্বজুড়ে।
নারীরা রত্ন দেশের মণি
নারীরা জাতির মান,
তবুও কেন পায় না নারী
যোগ্যা নারীর সম্মান?
এসো এসো নারী দু-হস্ত প্রসারি
তুমি যে কল্যাণময়ী,
তুমি মা শক্তি মায়ের জাতি
হও আজি বিশ্ব-জয়ী।
০২
রবীন্দ্রনাথ ঠাকুর
নারী তুমি, বিদ্যার রাণী,
তুমি আলোর প্রদীপ জ্বালাও,
তুমি অন্ধকার দূর করো,
তুমি জ্ঞানের আলো ছড়িয়ে দাও।
নারী দিবসের ছন্দ
বিভিন্ন ছন্দে ছন্দে এবং কবিতায় প্রকাশিত হয় নারী দিবসের হাজারো কথা। আমার যে কথা মুখে বলে কাউকে বোঝাতে পারিনা। সে কথাগুলো অল্প পরিসরে ছন্দের মাধ্যমে অপরকে বুঝিয়ে থাকি। সামাজিক মাধ্যম গুলো ব্যবহার করে নারী দিবস পালনে বিভিন্ন দলের ছন্দ এবং কবিতা শেয়ার করে থাকি। তবে যে সকল ব্যক্তিরা নারী দিবস সম্পর্কে শুধুমাত্র ছন্দ অনুসন্ধান করেছেন তারা নিচে নারী দিবসের কয়েকটি বাছাই করা ছন্দ লক্ষ্য করুন।
১.
আজ আন্তর্জাতিক নারী দিবস,
নারীর প্রতি শ্রদ্ধা জানানোর দিন,
নারীর কৃতিত্ব স্মরণ করার দিন।
২.
নারী মা, নারী বোন, নারী স্ত্রী,
নারী জীবনের সঙ্গী,
নারী জীবনের আলো।
৩.
নারী শিক্ষিকা, নারী ডাক্তার,
নারী আইনজীবী, নারী রাজনীতিবিদ,
নারী সমাজের স্তম্ভ।
৪.
নারী লড়াই করে, নারী জয় করে,
নারী অধিকার আদায় করে,
নারী সমাজকে এগিয়ে নিয়ে যায়।
৫.
নারীর জন্য সম্মান চাই,
নারীর জন্য সমতা চাই,
নারীর জন্য ন্যায়বিচার চাই।
৬.
নারী দিবস শুধু একদিনের উৎসব নয়,
নারী দিবস প্রতিদিনের অনুপ্রেরণা,
নারী দিবস সমতার প্রতিশ্রুতি।
নারী দিবস নিয়ে কবিতা
বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্ব থেকেই আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ৮ই মার্চ পালিত হতে শুরু করে। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশে নানা কর্ম দিবস পালিত হয়। বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত কবিগণ নারী দিবস নিয়ে বিভিন্ন কবিতা রচিত করেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ আরো বিখ্যাত সকল ব্যক্তিগণ কবিতা লিখেছেন। তাই বিখ্যাত সকল ব্যক্তিদের নারী দিবস নিয়ে কবিতা সংগ্রহ করতে নিচে লক্ষ্য করুন।
নারী তুমি সৃষ্টির জননী,
তুমিই জীবনের ধারক ও বাহিকা।
তোমার কোলেই জন্মে, বেড়ে ওঠে মানুষ,
তোমার স্নেহে ভরে ওঠে সংসার।
তুমি ত্যাগ করো সব সুখ,
শুধুমাত্র অন্যের জন্য।
তোমার ভালোবাসা অপরিসীম,
তুমিই জীবনের আলো।
নারী নারী, তুমিই কত রূপে,
মা, বোন, ভাগ্নি, স্ত্রী, কন্যা,
তুমিই জীবনের সার,
তোমারে না থাকলে,
থেমে যাবে জীবনের স্রোত,
নারী পুরুষে ভেদ নেই,
সবাই সমান,
সবার অধিকার একই,
সবার স্বপ্ন একই।
নারী দুর্বল নয়,
নারী শক্তিশালী,
নারী পারে পাহাড় সরাতে,
নারী পারে সমুদ্র পাড়ি দিতে।
নারী এগিয়ে আসো,
নারী সামনে এসো,
তোমার পদক্ষেপে
ধ্বনিত হোক নতুন সুর।
নারী আলোর প্রতীক,
নারী আলো ছড়িয়ে দাও,
আলোকিত করো পৃথিবী,
মুছে দাও অন্ধকার।
নারী সাহসী,
নারী ভীতু নয়,
নারী লড়াই করতে জানে,
নারী জয় করতে জানে।
আন্তর্জাতিক নারী দিবস কবিতা
এ বছর ২০২৫ সালের আন্তর্জাতিক নারী দিবস পালিত হবে ৮ই মার্চ রোজ শুক্রবার। সরকারিভাবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে বাংলাদেশসহ পুরো বিশ্বের মানুষ সরকার ছুটি থাকুক বা না থাকুক এই দিনটি অবশ্যই তারা পালন করে থাকে। যারা আন্তর্জাতিক নারী দিবস নিয়ে বিভিন্ন কবিতা অনুসন্ধান করছেন। তাদের জন্য নিচে কয়েকটি দারুণ সব কবিতা উল্লেখ করা হয়েছে।
নারী জয়গান গাই,
নারী বিজয়ের দিন,
আজ নারী দিবস,
আজ বিশ্বজুড়ে নারীর উৎসব।
নারী সৃষ্টিশীল,
নারী নতুন কিছু তৈরি করতে জানে,
নারী জীবনকে সুন্দর করতে জানে।
নারী ভালোবাসার প্রতীক,
নারী ভালোবাসা ছড়িয়ে দাও,
ভালোবাসায় ভরে দাও পৃথিবী।
নারীর স্বপ্ন দেখতে দাও,
নারীর স্বপ্ন পূরণ করতে দাও,
নারীর স্বপ্নের পৃথিবী গড়ে তোলো।
নারী তুমি, ক্রীড়াবিদ,
তুমি খেলাধুলায় পারদর্শী,
তুমি দেশের জন্য সম্মান অর্জন করতে জানো,
তুমি নারীদের জন্য অনুপ্রেরণা।
নারী তুমি, শিল্পী,
তুমি গান গাইতে জানো,
তুমি অভিনয় করতে জানো,
তুমি শিল্পকে সমৃদ্ধ করে তোলো।
নারী নিয়ে কবিতা
সমাজ, সামাজিক, রাজনৈতিক এবং পুরো বিশ্বে নারীর ভূমিকা অপরিসীম। বিভিন্ন কবিতায় ও ছন্দে লিপিবদ্ধ রয়েছে এই বিশ্বের উন্নতি যত সব নারীদের দান, বিশ্ব নারী দিবসে আজি দিতে হবে তাদের সম্মান। তাই মমতাময়ী, প্রেয়সী নারী নিয়ে কবিতা সংগ্রহ করতে নিচের কয়েকটি বাছাই করা সেরা কবিতা গুলো লক্ষ্য করুন।
১.
ফাতেমা মোস্তফা
নারী তুমি, রাজনীতির অগ্রণী,
তুমি দেশের নেতৃত্ব দিতে জানো,
তুমি দেশের উন্নয়নে অবদান রাখতে জানো,
তুমি নারীদের জন্য অনুপ্রেরণা।
২.
কাজী নজরুল ইসলাম
নারী তুমি, অদম্য সাহসী,
তুমি লড়াই করতে জানো,
তুমি জয় করতে জানো,
তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানো।
৩.
জীবনানন্দের দাশ
নারী তুমি, সৌন্দর্যের প্রতীক,
তুমি ফুলের মতো সুন্দর,
তুমি গানের মতো মধুর,
তুমি কবিতার মতো মনোমুগ্ধকর।
৪.
আলাউদ্দিন আল আজাদ
নারী তুমি, মাতৃত্বের মূর্ত প্রতীক,
তুমি স্নেহের আঁচল বিছিয়ে দাও,
তুমি ভালোবাসায় ভরে দাও,
তুমি জীবনকে সুন্দর করে দাও।
৫.
বেগম রোকেয়া
নারী তুমি, শিক্ষার আলো,
তুমি অন্ধকার দূর করো,
তুমি জ্ঞানের আলো ছড়িয়ে দাও,
তুমি নারী সমাজের অগ্রগতির পথ দেখাও।
৬.
শ*হীদুল্লাহ কায়সার
নারী তুমি, সাহিত্যের রাণী,
তুমি কলমের জাদু জানো,
তুমি মনের ভাব প্রকাশ করতে জানো,
তুমি সাহিত্যকে সমৃদ্ধ করে তোলো।
শেষ কথা
বাংলাদেশের বিভিন্ন মনীষীগণ ও কবিগণ এবং জ্ঞানী ব্যক্তিরা নারী দিবসের কবিতা আগে থেকেই উচিত করেছেন। ঠিক তাদের কবিতা গুলা আজকের এই পোস্টটি উল্লেখ করা হয়েছে। আশা করছি ইতিমধ্যে আজকের এই পোস্ট থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অন্যদেরকে শেয়ার করুন। ধন্যবাদ