ভাষা দিবসের শুভেচ্ছা , স্ট্যাটাস , কবিতা , উক্তি ও বানী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রিয়জনদেরকে শুভেচ্ছা প্রদান করে থাকে। কারণ লাখো মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাঙালি রাষ্ট্র ভাষা বাংলা পেয়েছে। এ কারণে প্রত্যেক বছরেই ভাষা শ*হীদদের স্মরণীয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে ভাষা দিবস উদযাপন করা হয়। তাদের উদ্দেশ্যে করেই বিভিন্ন শুভেচ্ছা বার্তা রয়েছে।
অনেকেই অনলাইন এর মাধ্যমে ফেসবুকে পোস্ট করার জন্য ভাষা দিবসের স্ট্যাটাস এবং উক্তি ও বাণী খুঁজে থাকে। কারণ ভাষা দিবস সম্পর্কে ধারণা না থাকলে স্ট্যাটাস এবং কবিতা উক্তিগুলো লেখা যায় না। প্রতিবছরে ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা দিবসটি উদযাপন করা হয়। প্রিয়জনদেরকে পাঠানোর জন্য ভাষা দিবসের শুভেচ্ছা, স্ট্যাটাস, কবিতা গুলো জানতে এই পোস্টটি পড়তে থাকুন।
ভাষা দিবসের শুভেচ্ছা
প্রত্যেকে এখন দিবস উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে। কারণ ভাষা দিবস হলো একটি মানুষের ব্যক্তিত্ব এবং মনের ভাব প্রকাশের মৌলিক অংশ। মানুষের ভাষায় ঐতিহাসিক সাংস্কৃতিক পরিমাণ প্রচারের একটি সময়। ভাষা শ*হীদদের প্রতি কৃতজ্ঞতা এবং শোক প্রকাশ করে প্রত্যেকেই বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করে। আমরা আপনাদের জন্য উল্লেখযোগ্য বাছাই করা কিছু ভাষা দিবসের শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি। দেখে নিন শুভেচ্ছা বার্তা গুলো
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন
বাঙ্গালীদের মনে রয়ে যাবে ভাষা শ*হীদদের স্মৃতি।
বাঙালিরা বলতে চায় যে ভাষা শ*হীদদের ত্যাগের বিনিময়ে
আমরা বাংলাভাষাকে ফিরে পেয়েছি এজন্য তাদের প্রতি আমাদের অকৃত্রিম শুভেচ্ছা।
“আমাদের ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার।
ভাষা দিবসে আসুন আমরা সকলে মিলে আমাদের ভাষার প্রতি শ্রদ্ধা জানাই।”
“২১ ফেব্রুয়ারি আমাদের সকলের জন্য ঐক্য ও সংহতির দিন।
আসুন আমরা সকলে মিলে আমাদের ভাষাকে বিশ্বের সকলের কাছে তুলে ধরি।”
ভাষা দিবসে সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
আমরা আমাদের ভাষা এবং সাংস্কৃতিক পরম্পরার মূল্যায়ন করি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবার জন্য শুভেচ্ছা!
ভাষা আমাদের একত্রীকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ সাধনা।
ভাষা দিবসের শুভেচ্ছা! আমরা এই দিনে
আমাদের মাতৃভাষার গৌরব উদ্বোধন করছি।
ভাষা দিবস নিয়ে স্ট্যাটাস
বর্তমানে কোন দিবস শুরু হলেই প্রত্যেকেই ফেসবুকের মাধ্যমে অথবা ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাস এর মাধ্যমে ভাষা দিবস নিয়ে বিভিন্ন তথ্য উল্লেখ করা থাকে। অনেকে রয়েছে তারা কিভাবে স্ট্যাটাস লিখতে লিখতে হয় এ সম্পর্কে কোন ধারণা নেই। ভাষা শ*হীদদের কৃতজ্ঞতা জানিয়ে স্মৃতির স্ম*রণে স্ট্যাটাস গুলো উল্লেখ করেছি।
“সারা বিশ্বে ভাষা রক্ষার এমন ইতিহাস নাই
জাতির মানুষ পথে নামলো বাংলা ভাষাকে চাই”
ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ? বরকতের র*ক্ত।
র*ক্তে কেনা বাংলা আমার লক্ষ শ*হীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা। একুশে ফেব্রুয়ারি স্মরণে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই সকল শুভানুধ্যায়ীদের !
“একটি ভাষা তার বক্তাদের চরিত্র
এবং বিকাশের সঠিক প্রতিফলন”
ভাষা দিবসের কবিতা
কবিতা প্রত্যেক মানুষই পছন্দ করে। ভাষাত দিবস নিয়ে বিখ্যাত কবিগণ তারা ভাষা শ*হীদদের স্মরণীয় করে রাখতে বিভিন্ন কবিতা লেখালেখি করতেন। প্রতিবছর এই সেই কবিতা গুলো স্কুল-কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থাপন করে থাকে। এজন্য আমরা বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম এবং, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরো কবিগন তারা বিভিন্ন কবিতা প্রকাশ করেছেন। দেখে নিন উল্লেখযোগ্য ভাষা দিবসের কবিতা সমূহ।
কবিতা : ভাষা আমাদের আলো
ভাষা হলো আমাদের স্বাধীনতার আলো,
যা আমাদের পথ প্রদর্শন করে নির্দেশ দেয়।
ভাষা আমাদের আত্মবিশ্বাসের ঝিল্লিকা,
যা আমাদেরকে অপরিসীম সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে শক্তি দেয়।
ভাষা হলো সমাজের প্রতি আদর্শ,
যা মানুষের মধ্যে সংহতি ও একতা সৃষ্টি করে।
ভাষা হলো একটি পাখির গান,
যা সময় ভেদ করে মানুষের চোখে রং দেয়।
ভাষা আমাদের প্রেরণার শক্তি,
যা আমাদেরকে পাল্টে দেয় বিশ্ব সমুদ্রের মৃদু ঝলক।
ভাষা আমাদের আলো এবং আমাদের পরিচয়,
যা আমাদের পৃথিবীকে সৃষ্টি করে নতুন রূপে প্রকাশ করে।
জ্ঞানের আলো ছড়িয়ে,
বাংলা ভাষাকে সমৃদ্ধ করবো,
বিশ্বের দরবারে,
গৌরবের সাথে উপস্থাপন করবো।
ভাষা দিবসের উক্তি
আন্তর্জাতিক মাতৃভাষা হলো একজন মানুষের জ্ঞানের আলো। এবং ভাষা মানুষকে মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। এই অনেকেই ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন উক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে থাকে। মূলত বিভিন্ন মনীষীদের ভাষা দিবস নিয়ে মন্তব্য গুলোকে উক্তি বলা হয়। অনেকেই ভাষা দিবস উপলক্ষে মনীষীদের উক্তি খুঁজে থাকে। দেখে নিন ভাষা দিবসের উক্তি গুলো।
“ভাষা হলো একটি সমস্ত সমাজের
একতা এবং সম্পর্কের আধার।”
“ভাষা একটি জাদুকর যিনি মানুষের মনের
দুর্বলতা ও শক্তি পরিবর্তন করতে পারে।”
“ভাষা হলো আমাদের ঐতিহাসিক প্রতীক,
যা সমস্ত সময়ের সাথে প্রতিদিন পুনর্মূল্যায়ন করে।”
“যে ভাষায় মনের ভাব প্রকাশ করা যায় না,
সে ভাষা জীবন্ত নয়।”
“ভাষা নিঃসঙ্গতার বিপ্লবী,
যা অজানা পথের প্রবাহ পরিবর্তন করে।”
ভাষা দিবসের বানী
মাতৃভাষা দিবস হলো জাতির ইতিহাসে শোক ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত নিরস্ত্র ছাত্রদের উপর পাকিস্তানি পুলিশ গুলি চালায়। সেদিন শ*হীদ হন সালাম, বরকত, রফিক, শফিক সহ আরও অনেকে। তাদের আত্মত্যাগের ফলে অর্জিত হয় বাংলা ভাষার মর্যাদা। এই বাংলা ভাষা দিবসের জন্য অনেকেই বিভিন্ন বাণী লেখালেখি করেছেন। প্রতি বছরে এই বাণীগুলো উপস্থাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠান পালন করা হয়।
বানী ১
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের র*ক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।
বানী ২
ভাষা, আমাদের অস্তিত্বের মূল,
ভাষা, আমাদের সংস্কৃতির বাহন,
ভাষা, আমাদের ঐক্য ও সংহতির প্রতীক,
একুশে ফেব্রুয়ারি, ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর দিন।
বানী ৩
জান দিয়েছে দেয়নি তবু
বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।
বানী ৪
মাতৃভাষার মর্যাদা রক্ষায়, র*ক্তে লেখা ইতিহাস,
একুশের চেতনা, বাঙালির অদম্য জাতীয়তাবাদের প্রতীক,
বিশ্বের কাছে আজ আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা,
বাংলা ভাষার জয়গান, গাইবে আজ সকল বাঙালি।
শেষ কথা
ভাষা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের ভাব প্রকাশ, জ্ঞান অর্জন এবং সংস্কৃতি ধারণের জন্য ভাষা অপরিহার্য। ভাষা দিবস আমাদের মনে করিয়ে দেয় ভাষার গুরুত্ব এবং ভাষার জন্য আত্মত্যাগী শ*হীদদের ত্যাগ। অনেকেই শ*হীদদের স্মরণে প্রিয়জনদেরকে পাঠানোর জন্য ভাষা দিবসের শুভেচ্ছা, স্ট্যাটাস, কবিতা, উক্তি ও বাণী গুলো খুঁজে থাকে। আশা করি আপনি আমাদের এই পোষ্টের মাধ্যমে শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস, কবিতা গুলো সংগ্রহ করতে পেরেছেন। ধন্যবাদ