শ*হীদ দিবসের স্ট্যাটাস , ক্যাপশন , ছন্দ ও উক্তি
তৎকালীন পাকিস্তান সরকার জোরপূর্বক বাংলা ভাষার পরিবর্তে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে ঘোষণা করে। যার পরিপ্রেক্ষিতে বাংলার দামাল ছেলেরা বীর বাঙালির মত প্রতিরোধ গড়ে তুলে। রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে গড়ে তুলেছিল এক বড় আন্দোলন এবং মিছিল। সেই মিছিলে উপস্থিত ছিল ঢাকা বিশ্ব বিদ্যালয়ের তরুণ ছাত্র সমাজ।
আর এই বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে যে আন্দোলনটি গড়ে তুলেছিল সেই সময়টি ছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। সেই মিছিলে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের উপর পুলিশেরা নির্মমভাবে গুলি বর্ষণ করে হ*ত্যাকাণ্ড চালায়। এই নিষ্ঠুর বর্বরতায় এবং গুলি বর্ষণে সালাম, রফিক, জব্বার ও বরকত সহ নাম না জানা অনেকেই এই মিছিলে নিহত হয়।
আর ভাষার জন্য নিহত ব্যক্তিদের স্মরণে ১৯৫৩ সাল থেকে আজ পর্যন্ত একুশে ফেব্রুয়ারির দিনটিতে বিনম্র শ্রদ্ধা হিসেবে শ*হীদ দিবস পালন করা হয়। এছাড়াও এই দিনটিকে খুবই শ্রদ্ধার সাথে মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে। অনলাইনে গিয়ে অনেকেই ইতিমধ্যে শ*হীদ দিবসের স্ট্যাটাস সহ বিভিন্ন ধরনের ক্যাপশন এবং ছন্দ অনুসন্ধান করছেন। অতএব বিস্তারিত এই পোস্ট শেষ পর্যন্ত দেখু*ন।
শ*হীদ দিবসের স্ট্যাটাস
বর্তমান সময়ে বাংলাদেশের বেশিরভাগই মানুষ বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম ব্যবহার করে থাকেন। এমন কি বিভিন্ন বড় বড় নেতারা সামাজিক মাধ্যম গুলোকে অনেক বেশি পরিমাণ ব্যবহার করে থাকেন। যেখানে মাতৃভাষা দিবস, শ*হীদ দিবস এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিনগুলো স্ট্যাটাস ক্যাপশন এবং ছন্দ উল্লেখ করে থাকেন। আমরা সকলেই জানি আমাদের অর্জিত বাংলা ভাষা খুব সহজে আসেনি।
আমরাই বিশ্বের একমাত্র জাতি, যে জাতিকে ভাষার জন্য সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। এছাড়াও এই ভাষার জন্য জীবন এবং র*ক্ত দিতে হয়েছে। আর ভাষার জন্য শ*হীদ হওয়া ব্যক্তিদের স্মরণে বাংলাদেশের সরকার এই দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে পালন করে থাকে। এমনকি এই দিনটিকে বাংলাদেশের সকল বাঙালিরা অনেকটা শ্রদ্ধার সাথে পালন করে থাকে।
এবং শ*হীদদের স্মরণে বিভিন্ন অব্যক্ত মনের কথা একে অপরের সাথে শেয়ার করে থাকে। যার পরিপ্রেক্ষিতে অনেকেই অনলাইনে এসে সাথে শ*হীদ দিবসের স্ট্যাটাস এবং শ*হীদ দিবসের ছন্দ ও উক্তি অনুসন্ধান করে থাকেন। এই আলোচনা থেকে অনেকগুলো শ*হীদ দিবসের ক্যাপশন সহ স্ট্যাটাস জানতে পারবেন।
এই একুশে ফেব্রুয়ারি আমার গর্ব,
আমার অহংকার।
একুশের আত্মাকে জাগিয়ে তুলি,
ভাষা ও সংস্কৃতির পতাকা উঁচুতে তুলি।
যুগ যুগ ধরে রয়ে যাবে তোমাদের প্রতি শ্রদ্ধা,
তোমাদের জন্যই পাওয়া আমাদের এই ভাষা থাকবে চিরকাল।
যতকাল রয়ে যাবে এই বাংলা,
ততদিন হবেই একুশে ফেব্রুয়ারির এই দিনটিতে সকল ভাষা শ*হীদদের প্রতি স্মরণ।
আজ এই মহান মাতৃভাষা দিবসে
30 লক্ষ শ*হীদ এর র*ক্তে অর্জিত
এই দেশকে সফল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার
অঙ্গীকার সকলে করি
শ*হীদ দিবসের ক্যাপশন
১৯৫২ এর আন্দোলনের পর শ*হীদদের আত্মত্যাগের স্মরণে ১৯৫৩ সালে ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে প্রথম শ*হীদ দিবস পালন করা হয়। এবং এই শহর দিবস ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। এবং ১৯৫৩ সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে শ*হীদ দিবস পালিত হয়।
কালের বিবর্তনে বর্তমানে অনেক বাঙালি রয়েছে যারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা রাখেন না। কিন্তু যারা শ*হীদ দিবস সম্পর্কে অবগত তারা অনেকেই শ*হীদদের স্মরণে ভালোবাসা প্রকাশ করে থাকেন। অনলাইনে এসে বিভিন্ন ক্যাপশন অনুসন্ধান করে থাকেন। যাতে তাদের স্মরণে তাদের ত্যাগের কথা ক্যাপশনের মাধ্যমে উল্লেখিত করা যায়। নিচের ক্যাপশন গুলো দেখু*ন।
ধন্য হয়েছি এই দেশের মাটিতে জন্ম নিয়ে,
যে মাটিতে মিশে আছে লাখ বীর সন্তানের র*ক্ত।
মাতৃভাষা দিবস উপলক্ষে ওমর একুশে ফেব্রুয়ারির শ*হীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে জানাই
মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
ভাষার জন্য প্রাণ দিয়েছেন যারা,
তাদের স্মরণে আজ শোক দিবস।
শ*হীদদের প্রতি শ্রদ্ধা জানাই,
যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন।
তোমাদের বিনিময়ে পাওয়া এই ভাষা যদি না থাকতো এত কাব্য,
এত কবিতা হয়তো কেউ লিখতো না।
তোমাদের জানাই লক্ষ সালাম,
অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে গভীর শ্রদ্ধা।
শ*হীদ দিবসের ছন্দ
প্রত্যেক বাঙালি বাংলা ভাষায় কথা বলতে পারে শুধু মাত্র ১৯৫২ এর ভাষা আন্দোলনের কারণে। এবং রফিক, সালাম, জব্বার বরকতের আত্মত্যাগের কারণে। সেই ১৯৫২ এর পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন মনীষীগণ সেই শ*হীদদের স্মরণে বিভিন্ন ছন্দ বানিয়েছেন। যে ছন্দে প্রত্যেক শ*হীদদের কথা নিহিত রয়েছে। অতএব নিচে দেওয়া কয়েকটি শ*হীদ দিবসের ছন্দ দেখে নিন।
একুশের আকাশে ঝরেছিল র*ক্তের ফোঁটা,
ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন বীর সন্তানরা।
তাদের ত্যাগের স্মরণে আজ আমরা শোকাহত,
তাদের স্মরণে আজ আমরা একাত্ম।
একুশের সূর্য উঠেছে
র*ক্তে রাঙা আকাশে।
ভাষার জন্য প্রাণ দিয়েছে
শ*হীদ বীরেরা আজ।
তাদের ত্যাগের স্মরণে
আমরা আজ শোকাহত
ভাষার জন্য লড়াই করেছিল
আমাদের শ*হীদ বীরেরা।
তাদের ত্যাগের বিনিময়ে
আমরা পেয়েছি ভাষা।
শ*হীদ দিবস নিয়ে উক্তি
অমর একুশের কথা বাংলাদেশসহ বিশ্ববাসী জানেন। তাই বাংলাদেশের বিভিন্ন কবিগণ ও মনীষীগণ এই শ*হীদ দিবস কে কেন্দ্র করে এবং শ*হীদদের কথা স্মরণে বিভিন্ন উক্তি উপস্থাপনা করেছেন। এবং তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে বিভিন্ন উক্তি বলেছেন। তাই আপনাদের জন্য এই পোস্টে সব থেকে সেরা কয়েকটি শ*হীদ দিবসের উক্তি এখানে উল্লেখ করা হয়েছে।
কাজী নজরুল ইসলাম-
যারা ভাষার জন্য প্রাণ দিতে পারে,
তাদের দেশকে কেড়ে নেওয়া যায় না।
– শেখ মুজিবুর রহমান
ভাষা এক জাতির আত্মা। ভাষা হারালে জাতি হারায়।”
ফেব্রুয়ারি মাসের এই দিনটিতে বাংলার আকাশে নেমে আসে শোকের ছায়া,
একুশে ফেব্রুয়ারিতে শ*হীদ হওয়া প্রিয় ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা জানাই সবসময়।
একুশে ফেব্রুয়ারি আমি কি তোমাকে ভুলিতে পারি,
এই দিনটিতে অনেক ভাই-বোনের বিনিময়ে পেয়েছি আমার এই বাংলা ভাষা।
কেমন করে ভুলি তোমাকে তুমি তো হৃদয়ে থাকবে চিরকাল।
আমরা যে ভাষায় কথা বলি, সেই ভাষায় আমরা চিন্তা করি।
আমাদের চিন্তাভাবনার ধরন আমাদের জাতিসত্ত্বার অংশ।
শেষ কথা
প্রত্যেক বাঙালির জন্য শ*হীদ দিবস অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, অনেক সম্মানের একটি দিন। এমনকি প্রতিটি বাঙালি এই শ*হীদ দিবসের দিনে তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকে। আশা করতেছি এই শ*হীদ দিবস কে কেন্দ্র করে বিভিন্ন স্ট্যাটাস, ক্যাপশন এবং ছন্দ জানতে পেরেছেন। অতএব আপনারা যদি এই পোস্টটি থেকে শ*হীদ দিবসের স্ট্যাটাস সংগ্রহ করে থাকেন। এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ