শবে বরাতের রোজা কয়টি
শবে বরাত হলো সকল মুসলমানদের জন্য একটি ফজিলতের রাত। শবে বরাত এর অর্থ হল মুক্তির রাত। যার আরবিতে বলা হয় লাইলাতুল বারাআত। আরবি বছর হিসাব করে শাবান মাসের ১৪ তারিখে শবে বরাত উদযাপিত হয়। শবে বরাত ফারসি শব্দ থেকে এসেছে। প্রত্যেক বছর এই শবে বরাত উপলক্ষে রোজা পালন করে থাকে। আবার অনেক মুসলমান রয়েছেন যারা শবে বরাতে রোজা পালন করে।
প্রত্যেকেই রোজা সম্পর্কে কম বেশি তথ্য জেনে থাকে। অনেক মুসলমান রয়েছেন যারা শবে বরাত সম্পর্কে বিশেষ কোন তথ্য জানা নেই। সেই সুবাদে কিভাবে এবং কয়টি রোজা রাখা সর্বোত্তম হবে এবং বেশি সাওয়াব পাওয়া যাবে এই তথ্যগুলো জানার চেষ্টা করে। হাদিস থেকে বর্ণিত শবে বরাতের রোজা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অতএব শবে বরাতের রোজা কয়টি জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
শবে বরাতের রোজা কয়টি
অনেক মানুষ রয়েছে যারা শবে বরাতের রোজা নিয়ে দ্বিধাদ্বন্ত থাকে। এই শবে বরাতের দিনে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারলে নিজের ভাগ্য পরিবর্তন হতে পারে। শবে বরাতের উদ্দেশ্য সবাই নফল ইবাদত করে। এবং মানুষের সুবিধা অনুযায়ী তারা ১ থেকে ৩ টা পর্যন্ত রোজা রাখে। এই রোজা নিয়ে সব মানুষের মনে প্রশ্ন থাকে।
নিজের গুনাহ মাফ করার জন্য বিশেষ কিছু দিনে নফল নামায ইবাদত করে। এবং আরবি মাসের প্রত্যেক ১৩,১৪,১৫ তারিখ হযরত মুহাম্মদ (সঃ) তিন দিন নফল রোজা আদায় করতেন। এই হিসাব করে শাবান মাসে শবে বরাতের ৩ টা নফল রোজা রাখা যাবে। কেউ চাইলে ১৫ শাবান শবে বরাত উপলক্ষে ১টি রোজা রাখতে পারবে।
শবে বরাতের রোজা ২০২৫ কত তারিখে
বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে সবাই ইংরেজি বছর হিসাব করে। সবাই ইংরেজি তারিখ হিসেবে বিভিন্ন দিবস এবং শবে বরাত পালন করে। অনেকেই ২০২৫ সালে কবে শবে বরাত শুরু হবে এবং কত তারিখে রোজা রাখতে হবে এই তথ্য গুলো জানার চেষ্টা করে। কারণ অনেক ক্ষেত্রে মানুষের কাছে সঠিক খবর পাওয়া যায় না।
আপনি যদি শবে বরাতের রোজা রাখতে চান তাহলে আপনাকে ২০২৫ সালের ২৪ ই ফেব্রুয়ারি একটি রোজা রাখতে হবে। এবং তিনটি রোজা রাখতে চাইলে আপনাকে ১৪, ১৫, ১৬ ই ফেব্রুয়ারি ৩ দিন রোজা রাখতে পারবেন। এই রোজার উছিলায় আপনার জীবনের গুনাহ মাফ হতে পারে এবং ভাগ্য পরিবর্তন হতে পারে।
শবে বরাতের রোজা রাখার নিয়ম
কিছু মানুষের শবে বরাতের রোজা নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে। আসলে রমজান মাসের রোজার মতোই আপনাকে শবে বরাতের রোজা পালন করতে হবে। অনেকে রয়েছেন কিভাবে রোজা রাখতে হবে এই নিয়মগুলো জানে না। আপনাকে শেষ রাতের প্রথমে সেহরি খেয়ে নিতে হবে। এরপর যখন সূর্য ডুবে যাবে মাগরিবের আজান শুরু হয়ে যাবে তখন আপনি আপনার রোজা ভাঙতে পারবেন। সঠিক আপনি রমজান মাসের রোজার মত নিয়ম অনুযায়ী শবে বরাতের রোজা রাখতে পারবেন।
শবে বরাতের রোজা কবে
অনেকেই শবে বরাত কবে শুরু হবে এবং কবে রোজা রাখতে হবে এ সম্পর্কে কোন ধারণা নেই। শবে বরাতের মূলত প্রত্যেকেই একটি রোজা পালন করে থাকে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রত্যেক আরবি মাসেই মাঝে তিন দিন রোজা পালন করতেন। হিসাব করে অনেকেই শবে বরাত উপলক্ষে তিন দিন রোজা রাখে। আপনি চাইলে ১৩, ১৪ ও ১৫ই সাবান রোজা পালন করতে পারবেন। আর যদি একটি রোজা পালন করতে চান তাহলে আপনাকে ১৫ই সাবান সোমবার রোজা রাখতে হবে।
শবে বরাতের রোজা কয়টি রাখা উত্তম
বর্তমানে শবে বরাতের রোজা নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠেছে। কিছু আলেম সমাজ শবে বরাতের রোজা না রাখা বলে উত্তম ঘোষণা করেছে। আবার অনেকেই শবে বরাতের রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ হবে এবং রোজা রাখা উত্তম বলে ঘোষণা করেছে।
এজন্য অনেকেই সাধারণ মানুষরা তারা অনলাইনের মাধ্যমে কয়টি রোজা রাখা উত্তম এই তথ্যগুলো জানার চেষ্টা করে। শবে বরাতে উপলক্ষে কেউ যদি রোজা রাখতে চায় সাধারণত তিনি ১টি রোজা রাখতে পারবে। কিন্তু সবচেয়ে উত্তম হলো শবে বরাতের ৩টি রোজা রাখা।
শেষ কথা
প্রত্যেক বছর এই শাবান মাসের মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য শবে বরাত আসে। এই শবে বরাত উপলক্ষে প্রত্যেক মুসলমান তারা গুনাহ মাফের জন্য আল্লাহর ইবাদত পালন করে এবং নফল নামাজ ও রোজা রাখে। শবে বরাতের কয়টি রোজা রাখতে হবে এই তথ্য গুলো অনেকেই জানে না। ইতিমধ্যেই আমরা এই পোষ্টের মাধ্যমে হাদিস অনুসারে শবে বরাতের রোজা কয়টি এই তথ্য উল্লেখ করেছি।