শবে বরাতের নামাজ কবে ২০২৫
বাংলাদেশের আকাশে গত ১ই ফেব্রুয়ারি শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। এই চাঁদ দেখার উপর ভিত্তি করে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন শবে বরাতের নামাজের তারিখ নির্ধারণ করেছে। প্রতিবছর শবে বরাত পালিত হয় আরবি শাবান মাসের ১৪ তারিখ ও ১৫ তারিখ মধ্য রাত্রিতে। সেই মোতাবেক ১ই ফেব্রুয়ারি থেকে শাবান মাসের গণনা শুরু হয়েছে।
অতএব আগামি ১৪ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আরবি শাবান মাসের ১৪ তারিখ। যা বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশে খুবই জাকজমক ভাবে শবে বরাতের রাতটি নামাজ আদায়ের মাধ্যমে পালিত হবে। তবে অনেকের মাঝে শবে বরাতের তারিখ নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
অনেকেই শবে বরাতের নামাজ কবে লিখে অনলাইনে অনুসন্ধান করেন। অতএব এই পোস্ট থেকে শবে বরাত কবে পালিত হবে এবং শবে বরাত কি বারে হবে তা নিয়ে বিস্তারিত তথ্য জানতে এই পোস্ট একদম শেষ পর্যন্ত দেখু*ন।
শবে বরাতের নামাজ কবে
বিশ্বের সকল মুসলমানের জন্য শবে বরাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতের ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। এমনকি এ ভাগ্য রজনীর রাতে নতুন করে তার প্রত্যেক বান্দাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। তবে এই গুরুত্বপূর্ণ দিবসটি কবে তা বাংলাদেশের সকল মানুষের মধ্যে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে।
এজন্য অনেকেই অনলাইনে এসে শবে বরাতের নামাজ কবে লিখে অনুসন্ধান করে থাকে। এই লাইলাতুল বরাতের নামাজ ১৪ই ফেব্রুয়ারি রাতে আদায় করা হবে। এই রাতে নফল নামাজ আদায় সহ কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন জিকির আজগার করা হয়। তবে অন্যান্য নফল ইবাদতের মধ্য থেকে মহান আল্লাহ তায়ালার কাছের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নফল নামাজ।
শবে বরাতের নামাজ কত তারিখ ২০২৫
২০২৫ সালের ১লা ফেব্রুয়ারি থেকে আরবি শাবান মাসের গণনা শুরু হয়েছে। আমরা জানি প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখ মধ্যরাত্রিতে শবে বরাতের নামাজ আদায় করা হয়। এই ভাগ্য রজনীর রাত পালিত হবে ১৪ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার। এবং এ শবে বরাতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে ইচ্ছামত নামাজ আদায় করা যায়।
লাইলাতুল বরাত মুক্তির রাত ও ভাগ্য রজনীর রাত। এই বরাতের রাত্রিতে নামাজ আদায়ের মাধ্যমে অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পুরো বিশ্বের মুসলমানের জন্য শবে বরাত এক মহিমান্বিত রাত। এ রাতকে আমরা বরকতময় রাত, নিসুফু শাবান, ক্ষমার রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত ও বলতে পারি।
শবে বরাতের নামাজ কবে ২০২৫ বাংলাদেশ
অনলাইনে শবে বরাতের নামাজ কবে লিখে অনুসন্ধান করলে অনেক সময় ভুল লক্ষণীয় হয়। এবারের সঠিক তারিখটি হচ্ছে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি রোজ শুক্রবার।
আজকে কি শবে বরাত
পঁচিশে ফেব্রুয়ারি বাদ মাগরিব হতে শবে বরাতের রাত অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পর থেকেই মূলত শবে বরাতের নফল নামাজ আদায় করা হয়। কিন্তু সকলেই এশার নামাজ শেষে শবে বরাতের নামাজ আদায় মনোনিবেশ করে থাকেন।
আজকে শবে বরাত নয়। সর্বশেষ তথ্য অনুযায়ী চাঁদ দেখার উপর ভিত্তি করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ১৪ই ফেব্রুয়ারি শবে বরাত পালিত হবে তা ঘোষণা করেছেন।
শবে বরাতের নামাজ কি বারে
এ বছর ২০২৫ সালে শবে বরাতের নামাজ হবে শুক্রবার। এবং আরবি ক্যালেন্ডার অনুযায়ী ১৫ই শাবান মাসের দিবাগত রাত। এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১৪ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার। আর শনিবার অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারি ছুটি থাকবে পুরো বাংলাদেশে।
শেষ কথা
আশা করতেছি ইতি মধ্যে আজকের এই আলোচনা থেকে আপনারা বিস্তারিতভাবে এবং নির্ভুল ও সঠিক তথ্য জানতে পেরেছেন। শবে বরাতের নামাজ কবে লিখে অনেকেই অনুসন্ধান করছেন। শবে বরাতের নামাজ আদায় হবে ১৪ই ফেব্রুয়ারি। অতএব এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ