সেহরি নিয়ে স্ট্যাটাস, ফেসবুক পোস্ট ও ক্যাপশন
পবিত্র রমজান মাসে রোজা রাখার নিয়তে শেষ রাতে সেহরি খেতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের শেষভাগে সেহরি খেতে বলেছেন। প্রত্যেক মুসলমান ব্যক্তির জন্য রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব। আগামী রবিবার ২ই মার্চ বাংলাদেশে প্রথম রোজা পালিত হবে। আর প্রথম রোজা উপলক্ষে ২ই মার্চ ভোর ৫ টা ৪ মিনিটে প্রত্যেক মুসলমান সেহরি খাবে।
এ কথায় বলতে গেলে সকল মুসলমানের জন্য সেহরির সময় খুবই গুরুত্বপূর্ণ। যেখানে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা পালনের সূচনা হয়। তবে বাংলাদেশে অবস্থিত অনেক মুসলমান সেহরি খাওয়া নিয়েও অনলাইনে অথবা প্রিয়জনদেরকে বিভিন্ন স্ট্যাটাস ও মেসেজ শেয়ার করে থাকেন। অতএব এ বছর ২০২৫ এর পবিত্র মাহে রমজানের সেহরি নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করতে এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন।
সেহরি নিয়ে স্ট্যাটাস
প্রত্যেকটা মুসলমানের জন্য পবিত্র মাহে রমজানে রোজার জন্য সেহরি খাওয়া উত্তম। নবিজি (সাঃ) উম্মতকে বিভিন্ন কথার মাধ্যমে সেহরি খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তবে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের মানুষ রমজানের সেহরি নিয়ে স্ট্যাটাস, বিভিন্ন কথা এবং ফেসবুক পোস্ট লিখেছেন ও বানিয়েছেন।
এছাড়াও সেহরিকে বরকতময় খাদ্য বলে অভিহিত করেছেন বিশ্বনবী (সাঃ)। তিনি বলেন, ‘তোমরা সেহরি খাও। কারণ, সেহরিতে বরকত আছে।’ (বুখারি ১৮২৩, মুসলিম ১০৯৫)। এই সেহরিকে অনেকটা বরকতময় এবং গুরুত্বপূর্ণ মনে করে অনেকে একে অপরের উদ্দেশ্যে ফেসবুক অথবা সামাজিক মাধ্যম গুলোতে সেহরি নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকেন।
যে সকল ব্যক্তি অনলাইনে এসে সেহরি নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস, ফেসবুক পোস্ট এবং ক্যাপশন অনুসন্ধান করছেন। তারা চাইলে আমাদের এই পোস্ট থেকে সুন্দর সুন্দর রোজা নিয়ে ও সেহেরী নিয়ে ক্যাপশন, ফেসবুক পোস্ট ও স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন।
আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য
প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়
মানুষের কাছে গুনাহ মোচনের
সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা।
“আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য
প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়”-আল হাদিস
উড়ছে পাখি গাচ্ছা গান। মাহে রমজানের আহবান। ওরে বন্ধু মুসলমান পড়তে থাকো আল কোরান। কোরান পড় বেশি বেশি শেয়ার করো বেশি বেশি
সেহরির সময় আমাদের উচিত
সকলের জন্য দোয়া করা।
সেহরির সময় আমাদের মনে
শান্তি ও প্রশান্তি বিরাজ করে।
সেহরি আমাদের মনে করিয়ে দেয়
পৃথিবীর সকল মানুষের সমতা।
১ম রোজার স্ট্যাটাস
পবিত্র মাহে রমজানের রোজা পালনের উদ্দেশ্যে সূর্যোদয়ের আগে অর্থাৎ ফজর নামাজের আগে পানাহার করা হয়। যে খাবার খাওয়ার পর সারা দিনব্যাপী সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা হয়। এবং সূর্যোদয় ইফতার অর্থাৎ খাবারের মাধ্যমে রোজা ভঙ্গ করা হয়। তবে প্রতিটা মুসলমান বছরে একবারের জন্য রমজান মাস পেয়ে থাকেন।
তাই প্রত্যেক মুসলমান প্রথম রোজার জন্য খুবই আগ্রহী থাকেন। বিশেষ করে প্রথম রোজার সেহরি খাওয়ার জন্য অনেকে উদ্বুদ্ধ হয়ে থাকেন। এমনকি এ প্রথম মজার সেহরি উপলক্ষে অনেকেই তার প্রিয়জন এবং বন্ধু-বান্ধবদেরকে বিভিন্ন স্ট্যাটাস ফর মেসেজ শেয়ার করে থাকেন। তাই ১ম রোজার স্ট্যাটাস সংগ্রহ করতে নিচে প্রবেশ করুন।
ঘুমন্ত শহরে সেহরির ডাক, মনে জাগে এক অদ্ভুত শান্তির অনুভূতি
স্বাদে ভরা সেহরির থালা, রোজার প্রস্তুতি, মনে জাগে এক অপূর্ব আনন্দ।
ভোরের আলোয় সেহরির খাবার, রোজার জন্য প্রস্তুতি, মনে জাগে এক অপূর্ব তৃপ্তি।
সেহরির খাবার খাওয়া শুধু তৃপ্তির ব্যাপার নয়, এটি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, সে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
দেহের রোগের ঔষধ ফার্মেসিতে থাকলেও, মনের রোগের ঔষধ আল কোরআনে আছে।
দুনিয়ার মসজিদ গুলো এতো সুন্দর, না জানি আল্লাহর জান্নাত কত সুন্দর।
রমজানের পবিত্র স্পর্শে ভোরের আলো ফুটেছে, সেহরির থালায় সাজিয়ে রাখা খাবার মনে করিয়ে দিচ্ছে এক অপার্থিব অনুভূতি।
সেহরি খাওয়া নিয়ে স্ট্যাটাস
রোজা রাখার পূর্বের রাতে অনেকে সেহরি খাওয়া নিয়ে বিভিন্ন স্ট্যাটাস এবং ফেসবুক পোস্ট করে থাকেন। যে ফেসবুক পোস্টে সেহরি খাওয়া নিয়ে সেহেরির বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা নিহিত থাকে। এমনকি সেহরি খাওয়া নিয়ে যে উল্লাস এবং আনন্দ সবার মাঝে বিরাজ করে সে কথাটিও উল্লেখ থাকে। তাই আপনি যদি সেহরি খাওয়া নিয়ে স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে নিচে লক্ষ্য করুন।
ঘুমের ঘোরে, সেহরির ডাকে জেগে ওঠা,
রোজার নিয়ম পালনে, মন প্রফুল্ল।
পরিবারের সাথে সেহরির টেবিলে,
ভালোবাসার আতিথেয়তা, স্নেহের বন্ধন।
সেহরির আধ্যাত্মিকতা, মনকে পবিত্র করে,
ঈশ্বরের সান্নিধ্যে, মনের প্রশান্তি।
সেহরির সময়, মনের ভাবনা, দানশীলতা,
সহায়তার হাত, মানবতার প্রতি।
খেজুর, দুধ, রুটি, খাবারে বৈচিত্র্য,
পুষ্টির ভাণ্ডার, রোজার শক্তি।
সেহরির সময়, আলোচনায় মন, ঈমানের কথা,
জ্ঞানের আলো, মনের আকাশে।
রোজার নিয়ম পালনে, সেহরির গুরুত্ব,
ঈমানের শক্তি, নিয়ন্ত্রণের জয়।
সেহরির বরকতে, দিনভর কর্মোদ্যোগ,
ঈমানের জোরে, সকল বাধা অতিক্রম।
সেহরি খাওয়া, শুধু খাবার নয়,
ঈমানের পরীক্ষা, নিয়ন্ত্রণের জয়গান।
সেহরি নিয়ে ফেসবুক পোস্ট
রমজানের সেহরি শুধু খাবার নয়, এটা একটা ইবাদত। মানুষের কাছে গুনাহ মোচনের জন্য সব থেকে বড় মাধ্যম হচ্ছে রোজা। আর সেহরি খাওয়ার মাধ্যমেই পবিত্র মাহে রমজানের রোজা শুরু হয়। যে সকল ব্যক্তি সেহরি নিয়ে ফেসবুকে পোস্ট করতে চাচ্ছেন। তাদের জন্য বাছাই করা এবং সুন্দর সুন্দর ফেসবুকে পোস্ট নিচে উল্লেখ করা হয়েছে।
১.
সেহরির ঘন্টা বাজে,
ঘুম ভাঙে,
মনের আঙিনায় ফুটে ওঠে রহমতের আলো।
২.
সেহরির আলোয়
নতুন দিনের শুরু
আশা ও আনন্দের বার্তা বহন করে।
৩.
সেহরির সময়
দোয়া ও ইবাদতের মাধ্যমে
আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের প্রার্থনা।
৪.
পরিবারের সকলে একসাথে
সেহরি খাওয়ার আনন্দ
অন্য কোন আনন্দের সাথে তুলনীয় নয়।
৫.
সেহরি কেবল পেট ভরাট করার
উৎসব নয়, বরং
আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা।
৬.
সেহরির পাত্রে সাজানো
খাবারের চেয়েও বেশি মূল্যবান
এই পবিত্র মুহূর্তের বরকত।
৭. ️
সেহরির এই মুহূর্ত
আমাদের মনে করিয়ে দেয়
দরিদ্র ও অভাবীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা
৮.
সেহরির সহজ ও পুষ্টিকর খাবার
শরীর ও মনকে
দীর্ঘ সময় ধরে সতেজ রাখে।
৯.
সেহরির সময়
কিছুক্ষণ কুরআন তিলাওয়াত
মনের প্রশান্তি ও শান্তি দান করে।
১০
প্রতিবেশীদের সেহরির খাবার
পৌঁছে দেওয়ার মাধ্যমে
সৃষ্টি হয় বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ।
সেহরি নিয়ে ক্যাপশন
রোজার জন্য ‘সেহরি খাওয়া বরকতপূর্ণ কাজ। তাই সেহরি নিয়ে যে সকল ব্যক্তি বিভিন্ন ধরনের ক্যাপশন অনুসন্ধান করছেন। এবং সেহেরী রমজানের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা একে অপরকে ক্যাপশনের দ্বারা বুঝিয়ে দিতে চাচ্ছেন। তারা আমাদের এই পোস্ট থেকে সবথেকে সুন্দর এবং বাছাই করা সেহরি নিয়ে ক্যাপশন সংগ্রহ করুন।
রমজান এসেছে, নিয়ে এসেছে বরকতের বার্তা,
সবার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে আল্লাহ।
সেহরির থালায় সাজানো খাবার, রোজার জন্য প্রস্তুতি,
মনে জাগে এক অপূর্ব ভাবনার ঝড়
ভোরের আলোয় সেহরির খাবার, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা,
মনে জাগে এক অপূর্ব শান্তির অনুভূতি।
সেহরির খাবার শুধু পেট ভরার উপায় নয়,
এটি ঈশ্বরের নৈকট্য লাভের মাধ্যম।
ভোরের আলোয় সেহরির খাবার, রোজার জন্য প্রস্তুতি,
মনে জাগে এক অপূর্ব আধ্যাত্মিকতা।
সেহরির থালায় সাজানো খাবার, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা,
মনে জাগে এক অপূর্ব আনন্দের স্পর্শ।
শেষ কথা
প্রতিটা মুসলমানের জন্য সেহরি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। যথাসময়ে সেহরি না খেলে রোজা পরিপূর্ণ হবে না। তাই যে সকল ব্যক্তি রমজানের সেহরি নিয়ে স্ট্যাটাস অনুসন্ধান করছিলেন। আশা করতেছি ইতিমধ্যে হয়তো আপনাদের পছন্দমত বিভিন্ন ধরনের স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অন্যদেরকে শেয়ার করুন। ধন্যবাদ