রমজান নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, শুভেচ্ছা ও উক্তি
পবিত্র রমজান মাসের প্রথম রোজা বাংলাদেশে পালিত হতে যাচ্ছে আগামী ১২ই মার্চ রোজ মঙ্গলবার ২০২৪ থেকে। প্রতিটা মুসলিম ব্যাক্তির জন্য পবিত্র রমজান মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলত পূর্ণ। তাই বিশ্বের সকল মুসলমান প্রতিটা রোজা অত্যান্ত নিষ্ঠার সাথে পালন করে থাকে। এবং রমজান মাসের আগমনে প্রতিটা মুসলমানের মাঝে আনন্দ বিরাজ করে।
তাই এই পবিত্র রমজান মাস কে কেন্দ্র করে মুসলিম জনগোষ্ঠী একে অপরের মাঝে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করে থাকে। যে স্ট্যাটাস গুলোর মধ্যে একজন মুসলমান অপর মুসলমানকে রমজানের শুভেচ্ছা বিনিময় করে থাকে। এবং রমজানের প্রতি আহবান করে থাকে। তাই যে সকল ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অনলাইনে এসে রমজান নিয়ে স্ট্যাটাস অনুসন্ধান করছেন। তারা এই পোস্ট শেষ পর্যন্ত পড়ুন।
রমজান নিয়ে স্ট্যাটাস
এ পবিত্র রমজান মাসে বাংলাদেশসহ সকল ধর্মপ্রাণ মুসলমানেরা ফরজ ইবাদত হিসেবে ভোর থেকে সুর্যাস্তের পর পর্যন্ত সকল প্রকার পানাহার ও শারীরিক চাহিদা বর্জন করে থাকেন। যা স্পষ্ট নিজেকে আল্লাহ তাআলার কাছেই আত্মসমর্পণ করা হয়। অর্থাৎ এ পবিত্র রমজান মাসের রোজা হলো আত্মসংযমের মাস। যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।
আর প্রতিটি রোজা রাখার বিনিময়ে রোজাদার বান্দাকে আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন। এবং জান্নাতকে তাদের জন্য সুসজ্জিত করা হবে। তাই পবিত্র রমজান মাসের উছিলায় অন্যকে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানাতে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করুন। যে স্ট্যাটাস গুলো আজকের আলোচনা সব থেকে সেরা এবং বাছাই করা উল্লেখ করা হয়েছে।
০১
রমজানের আগমন,
হৃদয়ে নেমে আসে আনন্দ,
বৃদ্ধি পায় ঈমান,
আলোকিত হয় জীবন।
২.
রোজার মাধ্যমে,
শরীর ও মন পবিত্র হয়,
দান-দয়ায়,
বৃদ্ধি পায় মানবিকতা।
৩.
রমজানের রাতে,
নামে আল্লাহর রহমত, তাই
করুন ক্ষমা প্রার্থনা,
পূর্ণ করুন নেক আমল।
৪.
রমজানের ইফতারে,
বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে,
বসে খাওয়া খাবার,
একে অপরের মাঝে বৃদ্ধি করে ভালোবাসা ও ঐক্য।
৫.
আসুন আমরা
এই রমজান মাসকে
সর্বোচ্চভাবে
ব্যবহার করি এবং
নিজেদেরকে
পরিশোধিত করি।
৬.
রমজান শুধু রোজা রাখাই নয়,
বরং
মনকে পবিত্র রাখা,
পাপাচার থেকে দূরে থাকা।
৭.
রমজানের সিয়াম সাধনা,
আমাদের শেখায়
ধৈর্য্য, নিয়ন্ত্রণ ও ত্যাগ স্বীকার করা।
৮.
রমজান
আমাদের জীবনে নিয়ে আসে
আলো, আশা ও
নতুন সূচনার প্রতীক।
৯.
রমজান
মানুষকে করে
আত্ম-সচেতন, এবং
উদ্বুদ্ধ করে
পরোপকারের জন্য।
রমজান নিয়ে ক্যাপশন
পবিত্র রমজান মাসের আগমনে বিশ্বের সকল মুসলমান অনেক বেশি আগ্রহী এবং আনন্দিত। বাংলাদেশে পবিত্র রমজান মাস পালিত হতে যাচ্ছে 12 ই মার্চ রোজ মঙ্গলবার থেকে। তাই যে সকল ব্যক্তি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদেরকে উদ্দেশ্য করে ফেসবুক অথবা বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমগুলোতে ক্যাপশন শেয়ার করতে চাচ্ছেন। তারা আজকের এই আলোচনা থেকে সব থেকে সুন্দর এবং বাছাই করা ক্যাপশন সংগ্রহ করুন।
রমজান হলো আত্মার মাস,
ঈশ্বরের সাথে নবায়ন করার মাস, এবং পাপ থেকে মুক্তির মাস।
– মুহাম্মদ (সাঃ)
রমজান হলো ধৈর্য্যের মাস,
কৃতজ্ঞতার মাস, এবং ভ্রাতৃত্বের মাস।”
– উমর ইবনুল খাত্তাব (রাঃ)
রমজান হলো ক্ষমার মাস, দানশীলতার মাস,
এবং ঈশ্বরের সান্নিধ্য লাভের মাস।
– আলী ইবন আবি তালিব (রাঃ)
রমজান হলো একজন মুসলিমের জন্য বছরের সেরা সময়।
– ইমাম আল-গাজালি (রহঃ)
রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায়
এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ
রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম
রমজান মাস যেন প্রতিটি বান্দার জন্যই এক সুবর্ণ সুযোগ।
যিনি গুনাহগার তার জন্য আরো বেশি গুনাহ মাফের আকুতি করার সুযোগ হয়েও যায়।
আমি রমজান মাসকে প্রচন্ড ভালোবাসি।
কারণ এই মাসে মানুষ এবং
আল্লাহর সাথে এক সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়।
রমজান মাস হল দোয়া কবুলের উত্তম সময়।
এই রমজান মাসে আল্লাহর কাছে আপনার ছোট বড় সমস্ত আরজিগুলো পেশ করুন।
রমজান স্ট্যাটাস
হিজরি চান্দ্রবর্ষের নবম মাস হচ্ছে রমজান মাস। পবিত্র রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। বছরের অন্যান্য মাসের থেকে বেশি বেশি ইবাদতের একটি মাস। এবং পবিত্র রমজান তাকওয়া অর্জনের মাস। এবং এ পবিত্র রমজান আল কুরআন নাযিলের মাস। তাই বলতে গেলে বিশ্বব্যাপী সকল মুসলমানের জন্য রমজান অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তাই এবছর পবিত্র রমজান মাস উপলক্ষে আপনার আশেপাশের ব্যক্তিদের মাঝে বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করতে রমজান স্ট্যাটাস সংগ্রহ করুন।
রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়
রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল
রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন
রমজান হলো ঈশ্বরের অনুগ্রহ ও রহমতের মাস।
রমজান হলো মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনের মাস।
ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন
“রমজান হলো জীবনের সঠিক পথে ফিরে আসার মাস।
রমজান হলো ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাস।
মাহে রমজান শুভেচ্ছা
পবিত্র রমজান মাসের রোজা রাখা একটি ফরজ ইবাদত। তাই প্রতিবছরের আগমনে এই পবিত্র রমজানের ফরজ ইবাদতের শুভেচ্ছা বার্তা একে অপরের মাঝে আমাদের সবাইকে ছড়িয়ে দেওয়া উচিত। যেহেতু প্রতিবছর জাঁকজমকপূর্ণ ভাবে রমজান মাস পালিত হয়। তাই পবিত্র রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা বার্তা আপনার শুভাকাঙ্ক্ষীদেরকে পাঠাতে এই পোস্ট থেকে কয়েকটি শুভেচ্ছা মেসেজ সংগ্রহ করুন।
সকল মুসলিমদের জীবনে রমজান একটি পবিত্র মাস।
তাই সকল মুসলমানের জীবন যেন আল্লাহ ভালো করে দেয়।
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
যে ব্যক্তি সিয়াম পালন করবে, সে যেন খেজুর দিয়ে ইফতার করে
এবং খেজুর না পেলে পানি দিয়ে যেন ইফতার করে।
পানি হল অধিক পবিত্র
হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে।
যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর।
যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।
রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত
“মুসলমান হতে হবে সব সময়ের জন্য,
শুধু রমাজন মাসের জন্য নয় । শুভ রমজান ।”
“রমজান হলো ইমান কে তাজা করার মহা সুযোগ।
শুভ রমজান ।”
“রমজান হল ধৈর্যের মাস,
আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত।
শু্ভ রমজান ।”
মাহে রমজান নিয়ে স্ট্যাটাস
পবিত্র রমজান মাসের বিশেষ একটি উপহার হচ্ছে তারাবির নামাজ। যার প্রতিটা মুসলমানের জন্য তারাবির নামাজ আদায় করার সুন্নতে মুয়াক্কাদা। এবং এই পবিত্র রমজানে আরও একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে শবে কদরের রাত। যে রাতে পবিত্র আল-কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই সালাম এর উপর নাযিল হয়েছিল।
প্রত্যেক বান্দার প্রতিটি নেক আমলের বিনিময়ে অন্যান্য দিনের ইবাদতের থেকে ৭০ গুণ ফজিলত বৃদ্ধি করা হয়। এমনকি এ মাসের এক একটি নফল ইবাদত বছরের অন্যান্য সকল ইবাদতের থেকে হাজারগুণ উত্তম ও শ্রেষ্ঠ। তাই রমজান মাসের ফজিলত এর দিক বিবেচনায় আজকের আলোচনার বিভিন্ন ধরনের স্ট্যাটাস উল্লেখ করা হয়েছে।
রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়
রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা
এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়
রমজানের প্রতিটি মুহূর্তে যেন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত।
প্রতিটি মুহূর্তেই ক্ষমা পাওয়ার সুযোগ থাকে।
বছরের সেরা দিনগুলো হচ্ছে রমজান মাসের দিন।
যেখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাযিল হতে থাকে।
রমজান নিয়ে উক্তি
যুগের পর যুগ ধরে বিভিন্ন ওলামায়ে কেরাম ও বিভিন্ন জ্ঞানী ব্যক্তিগণ পবিত্র রমজান নিয়ে বিভিন্ন উক্তি আখ্যায়িত করে গিয়েছেন। এগুলো দ্বারা স্পষ্ট পবিত্র রমজানের ফজিলত ও গুরুত্ব বোঝা যায়। এছাড়াও এই উক্তিগুলোর মাঝে বিভিন্ন ধরনের শুভেচ্ছা বাণী নিহিত রয়েছে। তাই রমজান নিয়ে উক্তি সংগ্রহ করতে নিচে বাছাই করা উক্তিগুলো লক্ষ্য করুন।
রাসুল (সাঃ) বলেন: “রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজই তার নিজের জন্য। তবে রোজা আমার জন্য।” (সহীহ বুখারী ও মুসলিম)
আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন: “রমজান মাস এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শেকল দিয়ে বেঁধে দেওয়া হয়।” (সহীহ মুসলিম)
সূরা বাকারা, আয়াত ১৮৫: “তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসকে পায় সে যেন রোজা রাখে।”
সূরা আল-ক্বদর, আয়াত ১: “নিশ্চয়ই আমি একে (কুরআন) নাজিল করেছি কদরের রাতে। আর কী জানো তুমি কী কদরের রাত? কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম।”
হযরত আলী (রাঃ): “রমজান হলো ধৈর্যের মাস, শাওয়াল হলো সহনশীলতার মাস।”
ইমাম গাজালি (রহঃ): “রমজান হলো আত্মার মুক্তির মাস।”
রবীন্দ্রনাথ ঠাকুর: “রমজানের মাস মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়।”
ফেসবুক স্ট্যাটাস রমজানের
প্রতিবছর রমজান উপলক্ষে বাংলাদেশের বেশিরভাগ নাগরিক বর্তমান সময়ে ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করে থাকেন। বিশেষ করে এলাকার বড় বড় নেতা এবং সম্মানিত ব্যক্তিরা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে। তাই ফেসবুক স্ট্যাটাস অবশ্যই সুন্দর ও সেরা হওয়া উচিত। তাই সবথেকে সেরা ও সুন্দর বাছাই করা ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করুন।
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত
তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়
রোজার মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,
জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সবথেকে বড় ঢাল হলো রোজা।
আল্লাহ যেন রমজানের প্রতিটি দিনকে আমাদের জন্য আরও বেশি বরকতময় করে দেন।
এবং আরো বেশি সংখ্যক হারে আমাদেরকে ক্ষমা করে দেন।
শেষ কথা
আশা করতেছি আজকের আলোচনায় আপনারা পবিত্র রমজান মাস উপলক্ষে রমজান নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন। যদি আপনার কাছে এই পোস্ট ভাল লেগে থাকে। তাহলে এখান থেকে স্ট্যাটাস শেয়ার করার পাশাপাশি এই পোস্ট অন্যদেরকে শেয়ার করে দিন। ধন্যবাদ