রোজা রাখার নিয়ত বাংলা ২০২৫
দীর্ঘ এক বছর পর আমাদের মাঝে নতুন করে রোজার মাস শুরু হতে যাচ্ছে। রোজা একজন মুসলমানের জন্য নিয়ামত স্বরূপ। রমজানের রোজা পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কোন রকম কোন অসুস্থ না থাকলে অবশ্যই আপনাকে রোজা পালন করতে হবে। আল্লাহ তাআলা রমজান মাস উপলক্ষে বান্দাদের ইবাদতের মাধ্যমে সকল গুনাহ মাফ করে দেন।
আপনি সঠিকভাবে রোজা রাখতে চাইলে অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে। কারণ নিয়ত করে কোন কিছু শুরু করলে আল্লাহ তাআলা দ্রুত সেই কাজের সমাধান করে দেন। অনেকে রয়েছে রমজানের নিয়ত পারেনা এবং কিভাবে পড়তে হয় এগুলো জানে না। কারণ বেশির ভাগ মানুষ রয়েছে তারা আরবি পড়তে পারেনা। রোজা রাখার নিয়ত বাংলা দেখতে এই পোস্টটি পড়তে থাকুন।
রোজা রাখার নিয়ত বাংলা
বাংলাদেশের অসংখ্য মুসলিম মানুষ রয়েছে তারা আরবি নিয়ত পড়তে পারে না। তখন তারা বাংলায় নিয়োগ গুলো পড়ে মুখস্থ করার চেষ্টা করে। কারো নতুন বছরের উপলক্ষে আবারো রোজা শুরু হচ্ছে। পবিত্র মাহে রমজানের রোজা পালন করে বান্দার রহমত শুরু হয়। এবং নাজাত দিয়ে রমজান মাস শেষ হয়ে যায়। সেহরি খাওয়ার পর অনেকেই নিয়ত করার চেষ্টা করে। আপনি চাইলে বাংলায় করে রমজানে নিয়ত করতে পারবেন।
বাংলা উচ্চারণ: ‘(নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম)। অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল তোমার পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
রোজা নিয়ত আরবি
রমজান মাসের রোজা পালন করা চুন মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ হিজরীর দেড় বছর পর থেকেই আল্লাহ তা’আলা প্রত্যেক মুসলমানের উপর রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছেন। রোজার আরবি শব্দ সাওম। এর আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শেষ রাতে খাবার খেয়ে আপনাকে সূর্য ডুবে যাওয়ার পর অর্থাৎ মাগরিবের আযান দিলে রোজা ভাঙতে হবে। অনেকেই সেহরি খাওয়ার কোন নিয়ত পড়তে হয় এগুলো জানে না। দেখে নিন আরবি রোজা রাখার নিয়ত।
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
নফল রোজার নিয়ত বাংলায়
বিশেষ পাঁচ দিন বাদে প্রত্যেকদিনই নফল রোজা পালন করা যায়। বিশেষ করে ইসলামের বিভিন্ন দিবস উপলক্ষে নফল রোজা গুলো পালন করে। নফল রোজা পালন করার অনেক সওয়াব রয়েছে। অনেকেই নফল রোজা থাকার জন্য বাংলায় নিয়ত পড়ে। ফরজ রোজায় যে নিয়ত পড়তে হয় আপনাকে নফল রোজা থাকতেও সেই নিয়ত পড়তে হবে। নফল রোজার জন্য আলাদা কোন নিয়ত নেই। নফল রোজা পালন করলে আমাদের দেওয়াই নিয়তি পড়তে পারবেন।
বাংলা উচ্চারণ: ‘নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।
শেষ কথা
অনেকে রয়েছে তারা আরবি নিয়ত পড়তে পারে না। সবাই রোজা শুরু হওয়ার আগে রোজা রাখার বাংলা নিয়ত গুলো অনলাইনে জানার চেষ্টা করে। কারণ বাংলায় পড়ে আপনি নিয়ত মুখস্ত করতে পারবেন। ইতিমধ্যে আমরা এই পোষ্টের মাধ্যমে আরবিসহ রোজা রাখার নিয়ত বাংলা উল্লেখ করেছি। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ে রোজা রাখার নিয়ত জানতে পেরেছেন। ধন্যবাদ