ওজন মাপার মেশিনের দাম ২০২৫
বর্তমান প্রেক্ষাপটে এখন আর কেউ নিক্তি দ্বারা ওজন পরিমাপ করে না। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির যুগে বাংলাদেশ কোনভাবে পিছিয়ে নয়। বরং বাংলাদেশে এখন অনেক দেশের থেকেও বহুগুণ এগিয়ে রয়েছে প্রযুক্তির দিক থেকে। যেহেতু সর্বক্ষেত্রেই প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, সে ক্ষেত্রে বলাই চলে এই ডিজিটাল যুগে আমরা কেন পিছিয়ে থাকবো।
কৃষি ক্ষেত্র থেকে শুরু করে গবেষণা পর্যন্ত প্রযুক্তিটা এমনভাবে ছড়িয়ে আছে যে, মানুষের এখন হাত দ্বারা তেমন কোনো কাজ করতে হয় না। তাই তেমনি একটি ডিজিটাল প্রযুক্তির কথা আপনাদের মাঝে তুলে ধরবো। আজকের এই সুন্দরতম প্রতিবেদনে ওজন মাপার মেশিনের দাম কত তা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
ওজন মাপার মেশিনের দাম
এই ডিজিটাল যুগে ডিজিটাল ওজন মাপার মেশিনের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে ওজন পরিমাপ করা সম্ভব হচ্ছে। আপনারা হয়তো জানেন এবং বুঝেন সকল জিনিসপত্রের মধ্যে ভালো এবং মন্দ রয়েছে। সেক্ষেত্রে ওজন মাপার মেশিনের ক্ষেত্রেও তারতম্য নেই। আপনি যদি ভালো মানের কোন জিনিস ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি টাকা গুনতে হবে।
ওজন মাপার মেশিনের মধ্যেও আবার কয়েকটি প্রকারভেদ রয়েছে, আপনি কত কেজির মধ্যে ওজন পরিমাপ করতে চান সেটা আপনাকে স্থির করতে হবে। আপনি যদি সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত ওজন পরিমাপ করতে চান তাহলে তার দাম হবে ১৬০০ থেকে ২০০০ টাকা।
ওজন মাপার মেশিনের দাম কত ২০২৫
যদিও দেশের পরিস্থিতি নির্ভর করে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম ক্রমে বেড়ে চলেছে। সে ক্ষেত্রে ২০২৫ সালে এসে ওজন মাপার মেশিনের দাম আগের থেকে কিছুটা মূল্যবৃদ্ধি হয়েছে। কিছুদিন আগে একটি ওজন মাপার মেশিনের দাম ছিল ১৬০০ থেকে ২০০০ টাকা, এখন তা বৃদ্ধি পেয়ে ২২০০ টাকা পর্যন্ত হয়েছে। বাংলাদেশের সেরা ওজন মাপার যন্ত্র এর মূল্য তালিকা ২০২৫।
ওজন মাপার যন্ত্র মডেল বাংলাদেশে দাম
Digital Metal Body Weight Machine ৳ ১,৬৯৯
Vilene Bond Test Machine ৳ ৬,৫০০
3 x 7.5M 60-Ton Digital Scale ৳ ৮৬০,০০০
GSM Weighing Scale ৳ ৯,৫০০
ডিজিটাল ওজন মাপার মেশিনের দাম
আমরা প্রাচীনকাল থেকেই ওজন পরিমাপের জন্য পাল্লা কিংবা নিক্তি ব্যবহার করে থাকতাম। কিন্তু এই প্রযুক্তির যুগে পৃথিবীর সকল দেশেই সবক্ষেত্রে এখন ডিজিটাল উচিত আবিষ্কার হয়েছে। তাই এখন আর যেকোন জিনিস ভারি কিংবা হালকা জিনিসপত্র পরিমাপ করতে সময় অপচয় হয় না। অতঃপর আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ওজন মাপার মেশিন পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এখন ৩৫০ টাকা থেকে শুরু করে প্রায় ৫৫০০ টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন ধরনের ওজন মাপার মেশিনের দাম।
১০০ কেজি ওজন মাপার মেশিনের দাম
বর্তমান এই ডিজিটাল যুগে থেকে বড় ধরনের এজন্য মাপার মেশিন পাওয়া যাচ্ছে। আপনি মূলত কত কেজি পর্যন্ত ওজন পরিমাপ করতে চান, সে অনুযায়ী আপনাকে ওজন মাপার মেশিন ক্রয় করতে হবে। আপনি যদি সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত ওজন পরিমাপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বড় ধরনের ওজন মাপার মেশিন ক্রয় করতে হবে। ১০০ কেজি ওজন মাপার মেশিন এখন ৫৬০০ থেকে ৬০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
২০০ কেজি ওজন মাপার মেশিনের দাম
যাদের বড় ধরনের ব্যবসা, যেমন রড, সিমেন্ট, কাঠ এবং বালি বিক্রয় করে থাকে কিংবা বড় ধরনের কোন দোকানে ২০০ কেজি ওজন মাপার মেশিন বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া ছোট ধরনের ওয়েট মেশিন বেশি ব্যবহৃত হয়ে থাকে। বৃহৎ পরিসরে ওজন মাপার জন্য আপনার চেয়ে বড় ওজন মাপার মেশিন ছোট ছোট ওজন মাপার জন্য আপনার যায় ছোট ওজন মাপার মেশিন ব্যবহার করতে হবে। ২০০ কেজি ওজন মাপার একটি মেশিনের দাম ১৭০০০ থেকে ১৮৬০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
ওয়ালটন ওজন মাপার মেশিনের দাম
বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ব্র্যান্ড রয়েছে। ইলেকট্রনিক্স ব্যান্ড গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড হলো ওয়ালটন। ওয়ালটন আমাদের দেশীয় পণ্য বিদায় এর চাহিদা অত্যাধিক বেশি। ওয়ালটনের সকল পণ্য গুনে এবং মানে সেরা হিসেবে বিবেচিত হয়ে থাকে বছর পর বছর। যেহেতু ওয়ালটন আমাদের দেশীয় পণ্য, এর দাম বেশ কিছুটা কমে পাওয়া যায়। ওয়ালটন ব্র্যান্ডের একটি ওজন মাপার মেশিন এর দাম সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে শুরু করে ১৮০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এর মধ্যে থেকে ছোট কিংবা বড় যেকোনো ধরনের মেশিনটি আপনি ক্রয় করতে পারেন।
আরএফএল ওজন মাপার মেশিনের দাম
প্রসঙ্গ যখন ওজন মাপার মেশিন নিয়ে তখন আরএফএল সেরা হিসেবে বিবেচিত হবে। কারণ সর্বপ্রথম আরএফএল কোম্পানি ওজন মাপার মেশিনটি বাজারে আমদানি করে থাকে। তাছাড়াও আরএফএল এর সকল পণ্য অত্যাধিক গুনে মানে সেরা। এবং কি আরএফএল এর প্রত্যেকটা দ্রব্যের দাম অন্য সকল পণ্যের থেকে কিছুটা বেশি। তথাপি বলতে হয় ভালো এবং সেরা জিনিস ক্রয় করলে অবশ্যই আপনাকে বেশি টাকা গুনতে হবে। আর এফ এল এর ওজন মাপার একটি মেশিনের দাম ২০০০ টাকা থেকে শুরু করে ৩০০০০ টাকা পর্যন্ত রয়েছে, এর মধ্যে ছোট ও বড় এবং মাজারি ধরনের মেশিন রয়েছে।
গাজী ওজন মাপার মেশিন
গাজী বাংলাদেশের মধ্যে আরেকটি অন্যতম সেরা কোম্পানি। গাজী কোম্পানির সকল পণ্যই বাজারে সর্বক্ষেত্রে বেশি চাহিদা হয়ে থাকে। গাজীর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য বাজারে রয়েছে। আপনার হয়তো অবগত আছেন কাজের পাম্প বাংলাদেশের বিখ্যাত একটি নাম। সে ক্ষেত্রেও গাজী ওজন মাপার মেশিন অন্যতম সেরা একটি মেশিন। গাজী বাবার মেশিনের কয়েকটি মডেল এবং মূল্য নিচে দেওয়া হলো।
মেশিনের নাম মডেল দাম
- গাজী Gazi YZ-983S 3720 Taka
- গাজী Gazi YZ-928 3840 Taka
- গাজী Gazi YZ-989S 3240 Taka
- গাজী Gazi YZ-883 2880 Taka
সর্বশেষ কথা
আজকের এই প্রতিবেদনে আপনাদের মাঝে ওজন মাপার মেশিনের দাম কত এবং ওজন মাপার মেশিন নিয়ে বিভিন্ন তথ্য তাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা ওজন মাপার মেশিন নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। তাই আজকের এই সুন্দরতম প্রতিবেদনে আপনারা যদি সঠিক তথ্য জেনে থাকুন তাহলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে অন্যদেরকেও সঠিক তথ্যটি জানার সুযোগ করে দিন, যাতে করে অন্যরাও সকল বিষয়ে সঠিক তথ্যটি খুঁজে পেয়ে থাকে, ধন্যবাদ।