এনআইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম
এনআইডি ওয়ালেট একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। কারণ এই সফটওয়্যার যখন ছিল না তখন অনেকের ভোটার নাম্বার হলে অন্য জনের ভোটার আইডি কার্ড যে কেউ সংগ্রহ করতে পারতো। ভোটার আইডি কার্ড নিরাপদ রাখার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এনআইডি ওয়ালেট নামে একটি সফটওয়্যার পাবলিশ করেছে। এ সফটওয়্যার ব্যবহার করে নতুন যারা ভোটার আইডি কার্ড সংগ্রহ করবে তাদেরকে এই এনআইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম হবে। এবং তারা নিরাপদের সাথে নিজের ভোটার আইডি কার্ড নিজেই সফটওয়্যার এর মাধ্যমে ফেস স্ক্যান করে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবে।
এনআইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম
আপনি যদি এনআইডি ওয়ালেট ব্যবহার করতে চান তাহলে আপনার কিছু নিয়ম মানতে হবে। প্রথমে আপনি মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করবেন। তারপর আপনি এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলেই এনআইডি ওয়ালেট সফটওয়্যার চলে আসবে। তারপর আপনি ইন্সটল বাটনে ক্লিক করলে সংগ্রহ হতে থাকবে। তারপর সংগ্রহ হওয়া শেষ হলে আপনাকে সফটওয়্যার এর ভিতরে প্রবেশ করতে হবে। প্রথমে আপনাকে ক্যামেরার জন্য অনুমতি প্রদান করতে হবে।
কারণ একমাত্র ক্যামেরার জন্যই এই সফটওয়্যারটিতে প্রবেশ করা। তারপর স্ক্যান করার অপশন চলে আসবে। এবং আপনি যে এনআইডি কার্ড সংগ্রহ করতে চাইলে সেখানে স্ক্যান করতে বলবে এবং সামনে কিউআর কোড চলে আসবে। তখন আপনাকে মোবাইল এর এনআইডি ওয়ালেট সফটওয়্যার এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করলে আপনাকে তারপর ফেস স্ক্যান করতে বলবে। সেখানে আপনার ফেস সামনে ডানে বামে আপনাকে স্ক্যান করতে বলবে। এনআইডি ওয়ালের সফটওয়্যার দুইটি কাজে ব্যবহার করা যায়।
- ভ্যালিড কিউআর কোড স্ক্যান করা।
- ভোটার আইডি কার্ড সংগ্রহ করার সময় মালিকের ফেস স্ক্যান করা।
NID Wallet কি
NID Wallet হচ্ছে একটি মোবাইলের সফটওয়্যার। এই সফটওয়্যার এর মাধ্যমে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার জন্য মালিকের ফেস স্ক্যান করতে হয়। কারণ অনেক সময় মালিক ছাড়াই অনেকেই বডারেট কে সংগ্রহ করে ফেলে। নির্বাচন কমিশন অফিস থেকে নিরাপত্তার জন্য এই অ্যাপটি তৈরি করেছে। এই সফটওয়্যার এর মাধ্যমে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার সময় মালিকের ফেস স্ক্যান যদি না মেলে তাহলে কখনোই ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন না।
এনআইডি ওয়ালেট সংগ্রহ
অনেকের আছে ভোটার আইডি কার্ড নতুন করে সংগ্রহ করার প্রয়োজন পড়ে। আপনি যদি অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ড সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে একটি অ্যাপের মাধ্যমে ফেস স্ক্যান করতে বলে। আপনি মোবাইলে এনআইডি সংগ্রহ করে স্ক্যান করে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে এনআইডি ওয়ালেট লিখে প্লে স্টোরে সার্চ করতে হবে। এরপর ইন্সটল বাটনে ক্লিক করলে অ্যাপটি সংগ্রহ হতে থাকবে। আপনার মোবাইল শুধু অ্যান্ড্রয়েড ভার্শন হলে আপনি প্লে স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আপনার মোবাইল যদি iphone ব্র্যান্ডের হয় তাহলে আপনি অ্যাপেল স্টোর থেকে এনআইডি ওয়ালেট সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। এবং খুব সহজেই ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করার সময় এনআইডি ওয়ালেট দিয়ে ফেস স্ক্যান করতে পারবেন।
NID Wallet collect
আপনি যদি এনআইডি ওয়ালেট সংগ্রহ করতে চান তাহলে মোবাইলের মাধ্যমে অতি সহজে সংগ্রহ করতে পারবেন। আপনার শুধু প্রথম প্লে স্টোরে যেতে হবে। আপনার যদি এন্ড্রয়েড ভার্সন হয় তাহলে আপনি play store থেকে শুধু এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলেই সর্বপ্রথম আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। এটি মূলত নির্বাচন কমিশন অফিস থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করার সময় ফেস স্ক্যান করার জন্য তৈরি করেছে। কারণ মূলত মালিক ছাড়া আর কেউ যেন সংগ্রহ করতে না পারে। এখন দেখে নিন প্লে স্টোর থেকে কিভাবে NID Wallet collect করবেন।
Nid Wallet qr code
এখন আপনাদেরকে Nid Wallet qr code সম্পর্কে জানাবো। আপনারা অনেকেই আছেন qr code কোথায় পাবেন এবং কিভাবে স্ক্যান করতে হবে সে সম্পর্কে কিছু জানেন না। আপনি যদি এই অনলাইনে আপনার ভোটার আইডি কার্ড নতুন করে সংগ্রহ করতে চান, তাহলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করলেই আপনি এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। তারপর আপনাকে মোবাইলের এনআইডি ওয়ালেট সফটওয়্যার এর মাধ্যমে স্ক্যান করতে বলবে। আপনি যখন মোবাইল দিয়ে qr code স্ক্যান করেন সাথে সাথে আপনার ফেস ভেরিফিকেশন করার তথ্য চলে আসবে। আপনি তখন আপনার ফেস ডানে বামে সামনে যেভাবে তারা সফটওয়্যার এর মাধ্যমে লেখা থাকবে কিভাবে আপনার ফেস ভেরিফিকেশন করবেন।
ফেস ভেরিফিকেশন
এখন যার ভোটার আইডি কার্ড সংগ্রহ করবেন সেই মালিকের ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি নিজেই অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে চান তাহলে মোবাইলে এই সফটওয়্যারটি ইন্সটল করে সামনের ক্যামেরা ব্যবহার করে নিজেই ভেরিফিকেশন করতে পারবেন। প্রথমে আপনাকে আপনার পেজ ডানে বামে সামনাসামনি ক্যামেরা ধরতে হবে। আপনি এভাবে কয়েক সেকেন্ড করে অপেক্ষা করলেই আপনার ফেস ভেরিফিকেশন করার তিনটি ধাপ সম্পূর্ণ লেখা উঠবে। তখন যদি আপনার ওইখানে টিক মার্ক লেখা ওঠে তাহলেই আপনার পেজ ভেরিফিকেশন এর কাজ সম্পন্ন হয়েছে। এবং সাথে সাথে আপনি আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। অবশ্যই ভোটার আইডি কার্ড সংগ্রহ করার সময় মালিকের ফেস ভেরিফিকেশন করতে হবে।
NID QR Code কোথায় পাবো ?
অনেকেরই মনে প্রশ্ন থাকে NID QR Code কোথায় পাবো। আপনি যখন এনআইডি কার্ড সংগ্রহ করতে চান আপনার এন আই ডি নাম্বার জন্মতারিখ গোপন ক্যাপচা দিয়ে পূরণ করলেই তারপরে স্টেপে আপনাকে সঠিক ঠিকানা প্রদান করতে হয়। তারপর আপনাকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন কোড ব্যবহার করতে হবে। এরপরের স্টেপে আপনাকে একটি এনআইডি কিউআর কোড দিবে। তখন আপনি মোবাইলের এনআইডি ওয়ালেট সফটওয়্যার দিয়ে সে কিউ আর কোডটি স্ক্যান করতে পারবেন। এবং যতবার আপনি রেজিস্ট্রেশন করবেন ততবার নতুন করে QR Code ব্যবহার করতে হবে। কারণ একটি QR Code আপনি একবারই ব্যবহার করতে পারবেন ।
এনআইডি ওয়ালেট অ্যাপে ফেস স্ক্যান করার নিয়ম
এনআইডি ওয়ালেট সফটওয়্যার ব্যবহার করে আপনার ফেস স্ক্যান করতে চাইলে কয়েকটি নিয়ম ব্যবহার করে সেন্ড করতে হবে। আপনি যদি ভুল ভাবে স্ক্যান করেন তাহলে কখনোই আপনার এন আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন না। প্রথমে এনআইডি ওয়ালেট সফটওয়্যারে প্রবেশ করে ক্যামেরা চালানোর জন্য অনুমতি দিতে হবে। তারপর কিউ আর কোড স্ক্যান করার পর আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনি সামনের ক্যামেরা ব্যবহার করে প্রথমে ডান দিকে তারপর বামদিকে সামনাসামনি কয়েক সেকেন্ড করে চোখ খোলা রেখে ক্যামেরা ধরে রাখবেন। তাহলেই তিনটি স্টেপ টিক চিহ্ন লেখা উঠলেই বুঝবেন আপনার স্ক্যান করা কমপ্লিট হয়ে গেছে।
অনলাইনে nid যাচাই
আপনি অনলাইনের মাধ্যমে nid যাচাই করতে পারবেন। প্রথমে আপনার এনআইডি কার্ডের নাম্বার লাগবে। আপনি এনআইডি যাচাই লিখে সার্চ করলেই নির্বাচন ও কমিশন অফিসের নিজস্ব সফটওয়্যার পেয়ে যাবেন। এরপর আপনাকে সফটওয়্যার ইন্সটল করতে হবে। সেখানে থেকে আপনার এনআইডি নাম্বার দিয়েই সমস্ত তথ্য সেই সফটওয়্যার এর মাধ্যমে যাচাই করতে পারবেন।
শেষ কথা
আপনারা যারা ভোটার আইডি কার্ড সংগ্রহ করার জন্য এনআইডি ওয়ালেট এর ব্যবহার সম্পর্কে জানতে চাচ্ছিলেন। ইতিমধ্যেই আপনি আমাদের এই পোস্টটি পড়ে এনআইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম শিখতে পেরেছেন। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোষ্ট পড়েছেন এবং এনআইডি ওয়ালেট ব্যবহার শিখতে পেরে উপকৃত হয়েছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে হলে সব সময় আমাদের ওয়েবসাইটটি শেয়ার করে রাখু*ন। ধন্যবাদ