ন্যাপ্রোসিন 500 এর দাম কত ২০২৫
ন্যাপ্রোসিন ওষুধটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা উৎপাদিত। ন্যাপ্রোসিন ৫০০ ঔষধে রয়েছে ন্যাপ্রোক্সেন সোডিয়াম। এই ওষুধটি একজন মানুষের শরীরের বিভিন্ন রকমের ব্যথা উপষমকারী ঔষধ হিসেবে কাজ করে। সবথেকে গুরুত্বপূর্ণ রিউমাটয়েড আর্থ্রাইটিস,অস্টিওআর্থারাইটিস, অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস, এমনকি বাতের ব্যথার মত অবস্থা থেকে মুক্তি দিতে এ ওষুধ অনেক বেশি কার্যকরী।
তাই যারা প্রতিনিয়ত অথবা এসব ব্যথায় ভুগছেন তাদের জন্য এই ওষুধ হতে পারে অনেক বেশি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। তবে আজকের আলোচনায় ন্যাপ্রোসিন 500 এর দাম কত তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু এই ওষুধটি আপনার আশেপাশের যে কোন ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করতে পারবেন। তা সঠিক দাম জেনে পরবর্তীতে ওষুধটি ক্রয় করুন।
ন্যাপ্রোসিন 500 এর দাম কত
এই ওষুধটি বিভিন্ন প্রকার রোগের নিরাময়ে কাজ করে থাকে। এবং বিভিন্ন প্রকার ওষুধ পাওয়া যায় যেমন ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেট,ন্যাপ্রোসিন ৫০০,ন্যাপ্রোসিন ২৫০ আরো ইত্যাদি। তবে এই ওষুধগুলো সর্বনিম্ন ১৬ টাকা থেকে শুরু করে ২১ টাকা পর্যন্ত হয় প্রতিপিস।
তবে ওষুধগুলো সাবধানতার সহিত একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। যে কোন ফার্মেসীর দোকান থেকে এ ওষুধ সংগ্রহ করতে পারবেন। তবে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অবশ্য তা জেনে ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন।
যাদের দাঁতের ব্যথা,বিভিন্ন ধরনের পেশিতে ব্যথা,জয়েন্টের ব্যথা, মাথাব্যথা সারিয়ে তুলতে এই ন্যাপ্রোসিন 500 অনেক বেশি উপকারী। এই ন্যাপ্রোসিন 500 এর প্রতি বক্সের দাম ৮০০ টাকা। তবে কিছু কিছু দোকানদার এই ওষুধের দাম বেশি নিতে পারে অথবা রাখতে পারে।
প্রতি পিস ন্যাপ্রোসিন 500 এর দাম কত ২০২৪
৫০০ মিলিগ্রাম ন্যাপ্রোসিন এর প্রতি পিস ট্যাবলেটের দাম ১৬ টাকা। এবং একটি পাতায় পাঁচটি করে ট্যাবলেট থাকে যার মূল্য ৮০ টাকা। এবং একটি বক্সের ভেতরে দশটি পাতা থাকে। আর পুরো বক্সের মূল্য ৮০০ টাকা। অর্থাৎ আপনি ন্যাপ্রোসিন 500 সর্বনিম্ন মূল্য ৮০০ টাকায় প্রতি বক্স ক্রয় করতে পারবেন। তবে কিছু দোকানে মূল্য হতে পারে অথবা বৃদ্ধি পেতে পারে। তাই সঠিক মূল্য জেনে ওষুধটি ক্রয় করুন।
ন্যাপ্রোসিন ২৫০ এর দাম কত ২০২৪
অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলােজিং স্পন্ডিলাইটিস এর লক্ষণ ও উপসর্গ নিরসনের জন্যও ন্যাপ্রোসিন ২৫০ অনেক বেশি কার্যকরী। এজন্য অনেক ডাক্তার বিভিন্ন রোগীকে ন্যাপ্রোসিন ৫০০ এর পরিবর্তে ন্যাপ্রোসিন ২৫০ প্রদান করে থাকেন। তবে ন্যাপ্রোসিন ৫০০ এর থেকে ন্যাপ্রোসিন ২৫০ এর মূল্য অনেক কম।
অর্থাৎ প্রতি পিস ন্যাপ্রোসিন ২৫০ এর মূল্য ৯ টাকা। এবং স্ট্রিপ প্রাইস ৯০ টাকা। এবং পুরের বক্সের মূল্য ৪৫০ টাকা। অর্থাৎ পুরো একটি পাতায় পাঁচটি করে ট্যাবলেট থাকে। আর প্রতি পাতার মূল্য ৪৫ টাকা। এবং পুরো বক্সে ১০ টি পাতা থাকে। অর্থাৎ পুরো বক্সের মূল্য ৪৫০ টাকা। তবে কিছু দোকানে ন্যাপ্রোসিন ২৫০ এর মূল্য কম হতে পারে অথবা বেশি হতে পারে।
ন্যাপ্রোসিন 500 এর কাজ কি
এই ওষুধের কাজ হচ্ছে শরীরের ভিতরে বিভিন্ন রকমের ব্যথা নিরাময় করা। এক কথায় বলতে গেলে এটি একটি ব্যথা উপশমকারী ঔষধ। এর মধ্যে উল্লেখযোগ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, এমনকি কিছু রোগের রোগীর গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়।
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে এই পোস্ট থেকে আপনারা ন্যাপ্রোসিন 500 এর দাম কত বিস্তারিত জানতে পেরেছেন। যেহেতু এই ওষুধটি একটি ব্যথা উপষমকারী ঔষধ। অনেকের এই ঔষধ খাওয়ার প্রয়োজন হতে পারে। কোন ফার্মেসীর দোকান থেকে কেনার পূর্বে অবশ্যই এখান থেকে সঠিক দাম জানুন। এই পোস্ট থেকে উপকৃত হলে অবশ্যই আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ