নাপা এক্সট্রা এর কাজ কি ২০২৫
আমাদের হাতের নাগালে অত্যন্ত সুপরিচিত একটি ঔষধের নাম নাপা এক্সট্রা। এই ঔষধ এর সাথে পরিচিতি নেই এমন ব্যক্তিত্ব নেই বলেই চলে। আপনারা হয়তো অনেকেই জানেন যে নাপা এক্সট্রা এর কাজ কি। বাংলাদেশে বেক্সিমকো প্রতিষ্ঠান এই ঔষধ উৎপাদন করে থাকে। আমাদের স্বাভাবিক জীবনে অনেক সময় ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, সংযোগে ব্যথা , কানের ব্যথা দন্তশূল অবসাদ, হয়ে থাকে। আর এই উপসর্গ থেকে রক্ষা পেতে নিকটস্থ ফার্মেসি থেকে নাপা এক্সট্রা বা প্যারাসিটামল ঔষধ ক্রয় করে থাকি।
আপনাদের অনেকেই নাপা এক্সট্রা ঔষধ নিয়ে বিভিন্ন ধরনের জানার কৌতুহল থাকে। তাই আপনাদের মাঝে আজকে নাপা এক্সট্রা নিয়ে বিভিন্ন তথ্য এবং এই ওষুধের উপকারিতা এবং অপকারিতা খাওয়ার নিয়ম সকল বিষয়ে সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তাই যারা নাপা এক্সট্রা সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন না, তারা অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি সম্পন্ন করে নাপা এক্সট্রা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
নাপা এক্সট্রা এর কাজ কি
আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনে একটি ওষুধ নিয়ে। সাধারণত এই ঔষধ প্যারাসিটামল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। নাপা ৫০০ সাধারণত আমাদের শরীরের ব্যথা,জ্বর, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, সর্দি, ধাতু প্রসব জনিত ব্যথা,মচকে যাওয়া ব্যথা, পিঠে ব্যথা, অস্ত্র পাচার পরবর্তীতে ব্যথা, ইত্যাদি হালকা থেকে মাঝারি ব্যাথার উপশমের জন্য ব্যবহৃত হয়। নাপা 500 মি.গ্রা + ৬৫ মি.গ্রা এর দাম ২.৫০৳ ( ২০*১২:৳ ৬০০).
নাপা এক্সট্রা খেলে কি হয়
নাপা এক্সট্রা সাধারণতব্যবহার করলে বহুমাত্রিক রোগের উপশম হয়। নাপা স্টার ট্যাবলেট প্যারাসিটামল ক্যাফেইনের একটি সমন্বিত ঔষধ। আমাদের যদি হালকামাত্রায় জ্বর কিংবা শরীরে যে কোন জায়গাইয় ব্যথার অনুভব হয়, তাহলে আমরা নাপা একটা খেয়ে থাকি। এ পর্যায়ে পর্যায়ে যদি আমরা নাপা একটা সেবন করে থাকি তাহলে আমাদের প্রাথমিকভাবে শরীরে সুস্থতা বোধ করি।
নাপা ট্যাবলেট কি কি কাজ করে
না বা একসাথে ট্যাবলেট সাধারণত হালকা জ্বরকে কমানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, মাথা ব্যথা, দাঁত ব্যথা উপশম করার জন্যও ব্যবহৃত হয়।
নাপা এক্সট্রা কি ক্ষতিকর ঔষধ
সকল ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে যে কোন ঔষধ আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করে থাকি। কিন্তু নাপা এক্সট্রা সকলের কাছে পরিচিত বিদায় যে কেউ কোন পরামর্শ ছাড়া সবর করে থাকে। একটু ব্যথা অনুভব করলে, বা সামান্য একটু জ্বর আসলে আমরা কোন ডাক্তারের পরামর্শ ছাড়াই নাপা এক্সটা খেয়ে তা নিমিষেই জ্বর কিংবা ব্যথা সেরে ফেলি। এ ধরনের কাজ না করে সরাসরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নাপা এক্সট্রা সেবন করা উচিত।
নাপা এক্সট্রা ধরন ও সেবন বিধি:
নাপা এক্সট্রা দুই ধরনের হতে পারে যেমন: ট্যাবলেট ও সিরাপ। সাধারণত খাওয়ার পরে একটি করে ট্যাবলেট খাওয়া হয় এবং সিরাপের ক্ষেত্রে এক চা চামচ পরিমাণ খেতে হয়। নাপা সিরাপ শিশুদের জ্বর ও ব্যথায় ব্যপকভাবে ব্যবহার হয়ে থাকে। অবশ্যই ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে।
গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে: এপিডেমিওলজিক্যাল তথ্য অনুযায়ী গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে এই ঔষধ ব্যবহার যদিও নিরাপদ তবুও সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া: অনুমোদিত মাত্রায় এটি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। তবে সামান্য ত্বকের সংক্রমণ যেমন, আর্টিকেরিয়া দেখা দিতে পারে।
সংরক্ষণ: আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখু*ন। শিশুদের নাগালে বাইরে রাখু*ন।
নাপা এক্সট্রা ট্যাবলেট বেশি খেলে কি হয়
অতিরিক্ত প্যারাসিটামল ট্যাবলেট সেবন করলে নানা ধরনের বিপদ ডেকে আনতে পারে। যদিও আমরা নাপা এক্সট্রা ট্যাবলেটটি ডাক্তারের কোন পরামর্শ ছাড়াই সেবন করে থাকি। আমাদের হয়তো কারো জানা নেই যে, নাবায় একটা ট্যাবলেট বেশি খেলে আমাদের শরীরে বড় ধরনের বিপদ হতে পারে। দেখে নেওয়া যাক না পাইয়া স্টার ট্যাবলেট বেশি খেলে কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে এতে
- পেটির ভিতরে র*ক্তক্ষরণ হতে পারে Paracetamol বেশি মাত্রায় খেলে
- হজমের সমস্যা হয়, বিপাক হার কমে যেতে পারে
- লিভারের ক্ষতি হতে পারে এর ফলে
- কিডনির ক্ষতি হয় এতে
সর্বশেষ কথা
আপনারা ইতিমধ্যেই নাপা এক্সট্রা এর কাজ কি জানতে পেরেছেন। এবং নাপাএক্সট্রা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যারা নাপা এক্সটা খাওয়ার নিয়ম বা না একটা কি কাজে লাগে তা জেনে না থাকলে অবশ্যই আমাদের প্রতিবেদন থেকে বিস্তারিত সফল তথ্য জেনে নিবেন। এবং অবশ্যই যে কোন ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। অতএব আমাদের এই প্রতিবেদনটি আপনার দৈনন্দিন জীবনে অনেক উপকার আসবে। তাই এই প্রতিবেদনটি সকলের মাঝে শেয়ার করে অন্যদেরকেও সতর্ক থাকার জন্য এবং সঠিক নিয়ম মাফিক ওষুধ সেবন করার সুযোগ করে দিন, ধন্যবাদ।