মহিলাদের তারাবির নামাজের নিয়ম 2025
পবিত্র রমজান মাসের যে কোন এবাদত অন্যান্য মাসের ইবাদতের থেকে হাজারগুনে উত্তম ও এতে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এর মধ্যে উল্লেখিত আরো একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তারাবির নামাজ। বাংলাদেশে ২ই মার্চ রোজ রবিবার পবিত্র মাহে রমজান পালিত হতে যাচ্ছে। এবং তারাবির নামাজ আদায় করা হবে ১ই মার্চ রাতে এশার নামাজের পর দুই রাকাত সুন্নত ও বেতের নামাজের পূর্বে।
তারাবি নামাজ সুন্নতে মুয়াক্কাদা। তাই কোন ব্যক্তি তারাবির নামাজ কোন প্রকার কারণ ছাড়া ত্যাগ করলে সে ব্যক্তি গুনাগার হবে। হজরত আবু হুরায়রা (রা.)-এর সূত্রে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে বক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে তারাবির নামাজ আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।’ -সহিহ বোখারি, হাদিস: ৩৭।
তাই কিভাবে তারাবির নামাজ আদায় করা হয় আজকের আলোচনায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মহিলাদের তারাবির নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তবে তারাবির নামাজ ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য ২০ রাকাত সুন্নতে মুয়াক্কাদা। তবে সকল মহিলাগণ তারাবির নামাজ আদায় করবে বাড়িতে একাকী। তবে মসজিদের গিয়ে তারাবির নামাজ আদায় করা জায়েজ নয়।
মহিলাদের তারাবির নামাজের নিয়ম
তারাবির নামাজের অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। তাই অধিক সওয়াবের আশায় অন্যান্য সকল সুন্নত নামাজের মত একই নিয়মে তারাবির নামাজ আদায় করা হয়। তারাবির নামাজ আদায়ের পূর্বে অন্যান্য নামাজের থেকে নিয়ত একটু ভিন্ন হয়। এছাড়া অন্যান্য সকল নামাজে সুরা ফাতিহা পর যে কোন সূরা মিলিয়ে পাঠ করা, রুকু সিজদা দেওয়া ইত্যাদি করা হয়। ঠিক একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায় করা হয়। তবে কিভাবে মহিলারা বাড়িতে একাকী তারাবির নামাজ আদায় করবেন তা নিয়ে বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।
মহিলাদের তারাবির নামাজ পড়ার নিয়ম
নারীদের জন্যে কিয়ামুল লাইল ঘরে পড়া উত্তম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন “নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তবে, তাদের জন্য ঘরই উত্তম। তবে বর্তমান সমাজে মসজিদে গিয়ে নামাজ আদায় করা জায়েজ নয়। যায় যাবে যদি পরিপূর্ণ পর্দার সহিত নামাজ আদায় করতে যাওয়া হয়। মহিলারা তারাবির নামাজ আদায় করবে এশার চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নত নামাজের পর। তো মহিলারা বাড়িতে যেভাবে নামাজ আদায় করবেন তা হচ্ছেঃ
- তো দুই রাকাত দুই রাকাত করে ২০ রাকাত পর্যন্ত মহিলারা তারাবি নামাজ আদায় করবে।
- প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর যে কোন সূরা মিলিয়ে নামাজ আদায় করতে হবে।
- নামাজে দাঁড়ানোর পূর্বে জায়নামাজের দোয়া পাঠ করবে।
- বাংলাতে অথবা আরবিতে তারাবির নামাজের নিয়ত করবে।
- নিয়ত শেষে তাকবির বলে বুকের উপর হাত বাঁধবে।
- সানা পাঠ করবে।
- সানা পাঠ শেষে আউজুবিল্লাহির মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে সূরা ফাতিহা করে যেকোনো সূরা মিলিয়ে রুকুতে যাওয়া।
- যথা নিয়মে রুকু সম্পন্ন করে দাঁড়িয়ে যাওয়া।
- এবং অন্যান্য নামাজের মত দুই সিজদা সম্পন্ন করা এবং দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া।
- ঠিক প্রথম রাকাতের মত সুরা ফাতিহার পর যে কোন সূরা মিলিয়ে রুকু সিজদা সম্পন্ন করা।
- দুই সিজদা শেষে শেষ বৈঠকে বসা। এবং শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পাঠ করা।
- সর্বশেষ সালাম ফিরিয়ে দুই রাকাত নামাজ সম্পন্ন করা।
এভাবে দুই রাকাত দুই রাকাত চার রাকাত একটু বিরতি নিয়ে পুনরায় দুই রাকাত দুই রাকাত করে বিশ রাকাত পর্যন্ত তারাবির নামাজ আদায় করা সুন্নত।
তারাবির নামাজ কত রাকাত
বাংলাদেশে তারাবির নামাজ নিয়ে বেশ কিছু মতবাদ রয়েছে। কেউ কেউ তারাবির নামাজের সঠিক ৮ রাকাত মনে করে থাকেন। আবার কেউ কেউ তারাবির নামাজ ২০ রাকাত সঠিক মনে করে থাকেন। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের। তাই হানাফি মাযহাব অনুযায়ী, তারাবির নামাজ ২০ রাকাত। বাংলাদেশে অবস্থিত আহলে হাদিস অনুসারে তারাবির নামাজ আদায় করে থাকেন ৮ রাকাত।
তারাবির নামাজ সম্পর্কিত তাদের স্বপক্ষে হানাফী মাযহাব এবং আহলে হাদিস অনুসারীদের অনেক দলিল রয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হতো। যার পরিপ্রেক্ষিতে পূর্বে ও বর্তমানে মক্কা ও মদিনায় ২০ রাকাত তারাবির নামাজ পড়া হয়ে থাকে। তাই ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নত।
তারাবি নামাজ সুন্নত নাকি নফল
পবিত্র রমজান মাসের সকল ব্যক্তির জন্য রোজা একটি ফরজ এবাদত। যে সকল ব্যক্তির উপর রোজা ফরজ ইবাদত হিসেবে গৃহীত। তাই সেই সকল ব্যক্তির জন্য তারাবির নামাজ আদায় করার সুন্নত। অর্থাৎ তারাবি নামাজ আদায় করার সুন্নতে মুয়াক্কাদা। বিশ্ব নবী (সাঃ) তার জীবদ্দশায় এই নামাজ আদায় করেছেন। সেই সাথে সাহাবায়ে কেরামগণ তার ধারাবাহিকতা রক্ষা করে প্রতিবছর রমজান মাসে তারাবির নামাজ আদায় করতেন। অর্থাৎ তারাবির নামাজ আদায় করা হচ্ছে সুন্নত।
শেষ কথা
আশা করতেছি এই পোস্ট থেকে ইতিমধ্যে পুরুষ ও মহিলাদের তারাবির নামাজের নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। পাশাপাশি তারাবির নামাজ কত রাকাত এ বিষয় নিয়েও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয়ে থাকে। তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে দিন। ধন্যবাদ