মাতৃভাষা নিয়ে কবিতা ২০২৫
মাতৃভাষা মায়ের মত। আমরা যেমন মা”কে ভালোবাসি তেমনি আমাদের মাতৃভাষা কেও ভালোবাসি। আমরা বাঙালি এই মাতৃভাষার জন্য জীবনও দিয়েছি। অনেকের জীবনের বিনিময় পেয়েছি আমাদের এই মাতৃভাষা। এই মাতৃভাষার মাধ্যমে আমরা মনের কথা একে অপরের মাধ্যমে প্রকাশ করতে পারি। যা এই মাতৃভাষাকে পাকিস্তানী শাসক বর্গ আমাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল।
তাই মাতৃভাষা নিয়ে বাংলাদেশের সেই নির্মম ইতিহাসের ঘটনা সম্পর্কে সবাই অবগত। দিনটি ছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। যেদিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুকে গ্রহণ না করে বাঙালি তরুন ছাত্র সমাজ রাষ্ট্র ভাষা বাংলা চাই দাবিতে মিছিল বের করে। এবং এই মিছিলেই অনেক তরুণ ছাত্র সমাজ নিহত হয়। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাসে মাতৃভাষা দিবস পালিত হয়।
আর এই দিবসকে কেন্দ্র করে প্রতিবছর বাংলাদেশ সরকার নানা কর্ম দিবস পালন করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যে আয়োজনে মাতৃভাষাকে ভালবাসার তাগিদে কবিতায় এবং ছন্দে ভালোবাসা ও আবেগ দ্বারা প্রকাশ করে থাকে। তাই যারা সুন্দর সুন্দর মাতৃভাষা নিয়ে কবিতা অনুসন্ধান করছেন তারা এই পোস্ট একদম শেষ পর্যন্ত দেখু*ন।
মাতৃভাষা নিয়ে কবিতা
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, বক্তব্য ও ছন্দ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও এই মাতৃভাষা দিবস উপলক্ষে এর শ*হীদদের মাগফিরাত কামনায় বিভিন্ন দোয়া-দুরুদের ব্যবস্থা করা হয়।
আর মাতৃভাষা দিবসের সম্মানে এবং আবেগময় ভালোবাসা প্রকাশে বাংলাদেশে অবস্থিত বিখ্যাত কবি রা বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করে গিয়েছেন। যে কবিতা গুলোর মধ্যে নিহিত রয়েছে ভাষা শ*হীদের আত্মত্যাগের ঘটনা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই মাতৃভাষা নিয়ে কবিতা সংগ্রহ করতে এই পোস্ট শেষ পর্যন্ত দেখু*ন।
০১
শ*হীদের মর্সিয়া
শ*হীদের পূত খু*নে
এই ধ্বজা আঁকা
প্রভাতের কূজনে
কি যে মধু মাখা।
হাজার প্রাণে ভূমি
হলো লালে লাল
তাজা খু*নে লোহিত
হলো নদী -খাল।
দলে দলে ছুটে এলো
বিদ্রোহী ফৌজ
জীবনের বিনিময়ে-
পেলো আজাদির খোঁজ।
আজ তাই এ-ভাষা
এত মধু লাগে
শ*হীদের মর্সিয়া
আজও হৃদে জাগে।
০২
মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি.
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা.
র*ক্ত ঝরালো সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার,
বায়ান্নর সেই করুন কাহিনী মনে পড়ে বারবার.
স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই বিষন্ন দিনের কথা,
যত ভাবি ততই যেন মনে পাই বড় ব্যথা.
প্রতিবাদে মুখর দৃঢ় চিত্তে বাংলার দামাল ছেলে,
আরো আছে কত শ্রমিক, যুবক, নারী, কৃষক ও জেলে.
অবশেষে দাবি মেনে নিতে বাধ্য হলো সরকার,
বাঙালিরা পেল মাতৃভাষার সোনালী দিবাকর
র*ক্তের বিনিময়ে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা,
একুশ তুমি চির অমর তুমি আমাদের ভালবাসা…
মাতৃভাষা নিয়ে বিখ্যাত কবিতা
বাংলা ভাষা অর্জনের ক্ষেত্রে প্রত্যেক বাঙালি ১৯৫২ সালের পূর্বে এবং পরে অনেক অত্যাচার সহ্য করেছেন। বাঙ্গালীদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তান সরকার। পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা করেন। কিন্তু রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে সাধারণ ছাত্র সমাজ আন্দোলন গড়ে তোলে। আর সেই আন্দোলনে অনেক তরুণ ছাত্র নিহত হয়।
তাই বিভিন্ন কবিতার মাধ্যমে বাংলাদেশের বিখ্যাত কবিগণ ভাষা আন্দোলনের বাস্তব চিত্র তুলে ধরেছেন। কবিতার মাধ্যমে ভাষার জন্য শ*হীদ হওয়া ব্যক্তিদের ভালোবাসা স্পষ্ট ফুটিয়ে তুলেছেন। যে সকল ব্যক্তি বাঙালির কষ্টে অর্জিত মাতৃভাষা নিয়ে বিখ্যাত কবিতা অনুসন্ধান করছেন। তারা চাইলে আমাদের এই পোস্ট থেকে মাতৃভাষা নিয়ে বিখ্যাত কবিতা সংগ্রহ করতে পারেন।
০১
কাজী নজরুল ইসলাম
মাতৃভাষা, মরি তোমায় ভালোবাসি
তুমি আমার মা, তুমি আমার প্রাণের বাসা।
তোমার কোলেতে খেলে, তোমার বুকেতে ঘুমিয়ে
তোমার মুখের বাণীতে, মন পেয়েছে ভুমিয়ে।
তুমি আমার পথের প্রদীপ, তুমি আমার আলোর দিশা
তুমি আমার গান, তুমি আমার সুরের ঝঙ্কার বিশ্বাস।
তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশার দিগন্ত
তুমি আমার জীবনের, অমূল্য রত্ন।
তুমি ছাড়া আমার জীবন, ধূসর এক মরুভূমি
তুমি ছাড়া আমার গান, হারিয়ে যাবে সুরের ভুবন।
মাতৃভাষা, মরি তোমায় ভালোবাসি
তুমি আমার মা, তুমি আমার প্রাণের বাসা।
মাতৃভাষা নিয়ে ছোট কবিতা
বিশ্ব বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন সম্মানিত ব্যক্তিরা মাতৃভাষা কে কেন্দ্র করে ছোট বড় অনেক কবিতা লিখেছেন। মাতৃভাষা সম্পর্কে কয়েক হাজার কবিতা রচিয়িত হয়েছে। বলতে গেলে যে সকল কবিতার মধ্যে মাতৃভাষা নিয়ে সঠিক ব্যাখ্যা আলোচিত হয়েছে। সেই কবিতাই সবথেকে ভালো হয়েছে। তাই সেরা এবং বাছাই করা সুন্দর ছোট কবিতা সংগ্রহ করুন।
০১
বছর ঘুরে আবার এল
একুশে ফেব্রুয়ারি,
শ*হীদ মিনারে যাবে সকল
বাংলার নর নারী ।
বাংলা আমার মাতৃভাষা
তাইতো আমি ধন্য,
যাদের ত্যাগে পেয়েছি এ ভাষা
সালাম তাদের জন্য।
০২
বাংলা ভাষা, সোনার তরী,
বাঙালির গর্ব, অহংকারী।
চৈতন্যের জোয়ার,
মুক্তির আলো,
বাংলা ভাষা, আমাদের ভাগ্যের বাঁকো।
০৩
শ*হীদের র*ক্তে রাঙা,
অমর ভাষা, আমাদের অহংকার।
ভালোবাসার ভাষা,
সৃষ্টির ভাষা,
বাংলা ভাষা, আমাদের জীবনের আলো।
০৪
মায়ের মুখের কথা,
হৃদয়ের গান,
আমার ভাষা,
আমার অহংকার।
শিশুর প্রথম কা*ন্না,
কিশোরের প্রথম প্রেম,
বৃদ্ধের শেষ আশীর্বাদ,
সবই আমার ভাষায়।
০৫
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলায় বলি কথা
বাংলা ভাষার অমর্যাদায়
জাগায় প্রাণে ব্যথা।
০৬
বাংলা আমার মায়ের বুলি
খোদার প্রিয় দান!
সয়েছি যত ব্যাথা
ঝড়েছে কত র*ক্ত?
ভাষার মাঝে বেচে থাকুক
শহিদ ভাইদের ভালবাসার ওয়াক্ত।
বাংলা আমার মাতৃভাষা কবিতা
বাংলা ভাষা আমার মাতৃভাষা। বাংলা ভাষা আমার মায়ের মত। আর এই বাংলা ভাষাকে কেন্দ্র করে রচিত হয়েছে হাজারো কবিতা। যে কবিতার মাধ্যমে মাতৃভাষার সঠিক মাহাত্ম্য প্রকাশ পায়। মাতৃভাষার সংক্ষিপ্ত ইতিহাস ফুটে ওঠে। তাই শ*হীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক কবিগণ একুশে ফেব্রুয়ারি কবিতা রচনা করেছেন। সে সকল বাছাই করা কবিতার সংগ্রহ করতে নিচে দেখু*ন।
০১
একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।
বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
র*ক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।
তাদের জন্য পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা
স্বাধীন ভাবে পথ চলে যাই
মিটাই মনের আশা
র*ক্তভেজা তাদের সৃতি
আজও মনে পরে।
বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
র*ক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।
০২
মায়ের কোলে, মায়ের ভাষায়,
শিখেছিলাম প্রথম কথা।
সেই ভাষা, আমার মাতৃভাষা,
অমূল্য, অমর, অপরিহার্য।
এই ভাষায়, গেয়েছি গান,
করেছি কবিতা আবৃত্তি।
এই ভাষায়, লিখেছি চিঠি,
করেছি স্বপ্নের বর্ণনা।
০৩
বাংলার এই সাহিত্য বাগে
হরেক রকম ফুল
রবি-মধু-বঙ্কিম-শরৎ
জীবনানন্দ ও নজরুল।
০৪
ভালবাসি বাংলা, ভালবাসি দেশ।
ভাল থেকো তুমি আমি আছি বেশ।
ভালবাসি কবিতা, ভালবাসি সুর।
কাছে থেকো বন্ধু যেও নাক দূর।
০৫
বর্ণ পরিচয় বাংলা ভাষায়,
আমার প্রথম হাতে খড়ি
বাংলা আমার মধুর ভাষা
অপরূপ যে মাধুরী।
শেষ কথা
আশা করতেছি এই আলোচনা থেকে ইতিমধ্যে আপনাদের পছন্দমত মাতৃভাষা নিয়ে কবিতা সংগ্রহ করতে পেরেছেন। মাতৃভাষা এবং ভাষা আন্দোলন নিয়ে হাজারো কবিতা রচিত হয়েছে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের হাতে। যদি এই পোস্ট আপনার কাছে সত্যিই উপকৃত মনে হয়ে থাকে। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে এই পোস্ট শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ