মাহে রমজানের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও ফেসবুক পোস্ট
রোজা একটি ধর্মীয় ইবাদত যা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইবাদত হিসেবে গৃহীত। প্রতি বছর রোজা উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমানেরা রমজান মাসের শুরুতে একে অপরকে রোজার শুভেচ্ছা বিনিময় করে থাকে। এমনকি রোজার আনন্দ আশেপাশের মানুষের মধ্যে ছড়াতে অনলাইনে এসে বিভিন্ন উক্তি, স্ট্যাটাস, ফেসবুক পোস্ট অনুসন্ধান করে থাকেন।
আর এই পবিত্র রমজান মাস বাংলাদেশে পালিত হতে যাচ্ছে ২ই মার্চ রোজ রবিবার থেকে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী শাবান মাসের পরেই রমজান মাসের শুরু। আগামী ১১ই মার্চ শাবান মাসের শেষ তারিখ। যার পরিপ্রেক্ষিতে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২ই মার্চ বাংলাদেশে পবিত্র রমজান মাসের প্রথম তারিখ।
তাই সকল ধর্মপ্রাণ মুসলমান প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সাথে পবিত্র রমজান মাস পালন করে থাকে। এবং রোজা শুরুর পূর্বে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করে থাকে। অতএব গীবত, পরনিন্দা, মিথ্যা বলা, অশ্লীলতা, এবং সকল প্রকার অন্যায় কাজের বিরত থাকার এ মাসে আশেপাশের ব্যক্তিদেরকে সুন্দর এবং বাছাই করা শুভেচ্ছা মেসেজ শেয়ার করতে সংগ্রহ করুন।
মাহে রমজানের শুভেচ্ছা
পবিত্র মাহে রমজানের পুরো একটি মাস প্রত্যেক মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। এ মাসের ইবাদত হাজার বছর এবং হাজার দিনের থেকে উত্তম। এ মাসের ইবাদত মহান আল্লাহতালার কাছে অধিক গ্রহণীয়। তাই রমজান মাসে সঠিক সময়ে সেহরির পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করা হয়।
এবং রমজানের পুরো একটি মাস ধর্মপ্রাণ মুসলমানকে কঠোর নিয়ম পালন করতে হয়। তাই সকল মুসলমান পবিত্র রমজান মাসে রহমত, মাগফিরাত ও নাজাত পেয়ে থাকে। তাই যে সকল ধর্মপ্রাণ মুসলমানেরা মাহে রমজান শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও ফেসবুক পোস্ট অগ্রিম অনুসন্ধান করছেন। তারা রমজান নিয়ে বাছাই করা এবং সবথেকে সেরা কয়েকটি শুভেচ্ছা সংগ্রহ করুন।
প্রতিটি মুসলিমের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ।
আল্লাহর কাছ থেকে আরও বেশি বেশি রহমত এবং
বরকত পাওয়ার সবচেয়ে সুন্দর সময় হলো রমজান মাস।
সব আমলে বেশি বেশি নেকি মিলবে রমজান মাসে।
তাই এই রমজান মাস কে কাজে লাগিয়ে নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নিন।
সবাইকে রমজানের শুভেচ্ছা
রমজানের মহামান্বিত দিনগুলো যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের সম্বল হয়ে ওঠে।
রমজান মাসের প্রতিটি মুহূর্তকে যেন আমরা নফল ইবাদতে উৎসর্গ করতে পারি।
আলোর এই মাসে, সবার মনে বিকশিত হোক ঈমানের জ্যোতি।
রমজান মোবারক!
রোজার মাধ্যমে পবিত্রতা লাভ, দান-দানশীলতায় ভরে উঠুক হৃদয়।
রমজানুল মুবারক!
আল্লাহ্ আমাদের সকলের রোজা কবুল করুন
এবং পাপ মুক্ত করুন। রমজান করিম!
সহানুভূতি, ত্যাগ ও ধৈর্যের এই মাসে,
আল্লাহ্ আমাদের সকলের রহমত বর্ষাক।
রমজানের বরকত আপনার ও আপনার পরিবারের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।
রোজার পবিত্রতায় ধুয়ে যাক সকল পাপ,
আল্লাহ্ আমাদের সকলের দিকে দান করুন নজর।
আরও দেখুনঃ রমজান নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, শুভেচ্ছা ও উক্তি
রমজান নিয়ে স্ট্যাটাস
পবিত্র রমজান মাসের প্রতিটা রোজা মুসলমানের জন্য ফরজ ইবাদত হিসেবে গৃহীত। তাই প্রত্যেক মুসলমানকে অবশ্যই সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থেকে রোজা রাখতে হবে। আর রমজান কেবল রোজা রাখার জন্য নয়। এই দিন ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। এবং আশেপাশের সকলকে শুভেচ্ছা বিনিময় করা।
তবে যারা শুধুমাত্র রমজানের স্ট্যাটাস অনুসন্ধান করছেন বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করার জন্য। তারা এখান থেকে বাছাই করা সব থেকে সুন্দর রমজান নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন। যে প্রত্যেক স্ট্যাটাসে রমজানের ফজিলত এবং রমজানের গুরুত্ব সম্পর্কিত সংক্ষিপ্ত ব্যাখ্যা রয়েছে।
০১
রমজানের পবিত্রতায় ধুয়ে মুছে ফেলি সকল পাপের দাগ,
এই মাসে আল্লাহর কাছে হই সকলের প্রার্থনার আকুতি।
০২
রোজার ত্যাগে, নামাজের আলোয়,
খোঁজে ফেরি মনের হারানো সোনালী আলো।
০৩
ইফতারের আয়োজনে, ভাগ্যবানের হাতে,
ফুটে ওঠে সহমর্মিতার অমলিন ফুল।
০৪
রমজানের প্রতিটি মুহূর্তে,
আল্লাহর কাছে নিবেদিত হোক আমাদের সকল কর্ম।
০৫
রমজান মাস জীবিত এবং মৃত সব মানুষের জন্যই যেন এক মহান মাস।
আমরা যেন রমজান মাসকে অবহেলায় কাটিয়ে যেতে না দেই।
০৬
হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে।
যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর।
যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো।
০৭
আলহামিদুলিল্লাহ্, আবার চলে এল রমজান,
চলে এল আল্লাহর ক্ষমা ও নিয়ামত কামনা করার সময়।
০৮
হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে।
যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর।
যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার।
মাহে রমজান নিয়ে উক্তি
চাঁদ দেখার উপর প্রতি বছর রমজান মাস নির্ধারিত হয়। আর এ রমজান মাস নিয়ে অনেকে অগ্রিম বিভিন্ন উক্তি অনলাইনে এসে অনুসন্ধান করে থাকেন। তবে বহুকাল পূর্ব থেকে বিভিন্ন বুজুর্গ জ্ঞানী ওলামায়ে কেরাম এবং বর্তমান সমাজের বিভিন্ন আলেম রমজান নিয়ে বহু উক্তি লিখে গিয়েছেন। যে উক্তিগুলোর মাঝে পবিত্র রমজান মাসের স্পষ্ট গুরুত্ব ও ফজিলত লিপিবদ্ধ হয়েছে। এমন সব বাছাই করা ফজিলতপূর্ণ সেরা রমজান নিয়ে উক্তি সংগ্রহ করতে নিচে দেখু*ন।
১.
রমজান, ক্ষমা, নিয়ন্ত্রণ, এবং আত্ম-উন্নয়নের এক মাস।
এই পবিত্র মাসে আসুন আমরা আমাদের অন্তরে ঈশ্বরের আলো জ্বালাই এবং ন্যায় ও সত্যের পথে চলি।
২.
রমজানের রোজা শুধু তৃষ্ণা ও ক্ষুধা নিবারণের চেয়ে অনেক বেশি;
এটি আমাদের ধৈর্য, সহানুভূতি, এবং ত্যাগের গুণাবলী বৃদ্ধি করে।
৩.
রমজানের রাতে জেগে থাকা (তাহাজ্জুদ) আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি করে
এবং ঈশ্বরের সাথে নৈকট্য স্থাপন করতে সাহায্য করে।
৪.
রমজানের প্রতিটি দান (জাকাত) দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখে
এবং সমাজে সম্প্রীতি বৃদ্ধি করে।
৫.
রমজানের ঈদুল ফিতর শুধু একটি উৎসব নয়;
এটি সকলের জন্য ক্ষমা ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে।
৬.
রমজানের পবিত্রতা আমাদের অন্তরে স্থায়ী প্রভাব ফেলতে পারে,
যদি আমরা এর শিক্ষাগুলো ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ করি।
৭.
রমজান আমাদের স্মরণ করিয়ে দেয় যে,
আমরা সকলেই ঈশ্বরের সৃষ্টি এবং
আমাদের সকলের প্রতি একে অপরের কর্তব্য রয়েছে।
৮.
রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে
– আল হাদিস
৯.
রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে
– আল হাদিস
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পোস্ট
প্রতিবছর রমজান মাস উপলক্ষে বাংলাদেশের স্বনামধন্য ছোট বড় নেতারা সামাজিক মাধ্যমগুলোতে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা পোস্ট দিয়ে থাকেন। পবিত্র রমজান মাসের আমেজ আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে শুভেচ্ছা পোস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে সকল ব্যক্তি রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা পোস্ট অনুসন্ধান করছেন। তারা নিচ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পোস্ট বাছাই করা সংগ্রহ করুন।
রমজানের দীর্ঘ সময় হল ধৈর্যের মাস আর ধৈর্যের মাস হল জান্নাত।
শুভ রমজান।
পবিত্র রমজান হল আমাদের পেটকে খালি করে আত্মাকে খাওয়ানোর সময়।
এটিই সবচেয়ে ভালো সময়। রমজান মুবারক।
রমজান কেবল রোজা রাখার জন্য নয়।
এই দিন ক্ষুধার্তের খাওয়ানো, অন্যকে সাহায্য করা,
জিহ্বাকে নিয়ন্ত্রণ করা মূল উদ্দেশ্য।
এটাই রমজানের চেতনা।
শুভ রমজান।
রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং
আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক।
সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,
জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়।
রমজান মুবারক
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে এই পোস্ট থেকে মাহে রমজানের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও ফেসবুক পোস্ট সংগ্রহ করতে পেরেছেন। রোজার সময় এবং রোজার শুরু হওয়ার পূর্বে অগ্রিম এই শুভেচ্ছা মেসেজ এবং স্ট্যাটাস গুলো খুবই গুরুত্বপূর্ণ ও সহায়ক। যদি এই পোস্ট আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ