গাজী পানির পাম্প এর দাম কত টাকা ২০২৫
বহু বছর আগে থেকেই আপনাদের কাছে একটি সুপরিচিত নাম হচ্ছে গাজী পানির পাম্প। এখন ডিজিটাল এই যুগে আগের মতন নলকূপ কিংবা টিবওয়েল ব্যবহার করেনা। এখন ছোট থেকে বড় সব জায়গায় পানির পাম্প ব্যবহার করা হচ্ছে। আর আপনারা হয়তো জানেনই পানির পাম্প মানেই গাজী পানির পাম্প। গাজী পানি পাম্প এতটাই সুনাম অর্জন করেছে যে প্রত্যেক ঘরে ঘরে যদি পাম্প ব্যবহার করা হয় তাহলে সেখানে কাজী পাম্প থাকবেই।
ডিজিটাল এই যুগে এখন আর পরিশ্রম করে মানুষ কোন কাজ করতে চায় না। নলকূপ থেকে পানি তুলতে অনেক সময় এবং অনেক কষ্ট হয়। তাই এখন প্রযুক্তির যুগে পাম্প দাঁড়া পানি উত্তোলন করা হচ্ছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে পানির পাম্পের জন্য কোন পাম্পটি সেরা। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে গাজী পানির পাম্প নিয়ে বিভিন্ন তথ্য এবং গাজী পাম্পের দাম কত তা আপনাদেরকে জানাব।
গাজী পানির পাম্প এর দাম কত
পানির পাম্প আসলে অনেক রকমেরই রয়েছে, আপনি আসলে কোন ধরনের পাম্প ক্রয় করতে চান সেটা নির্ধারণ করতে হবে। ছোট মটর, এবং ১ ঘোড়া, ২ ঘোড়া অনেক রকমের পাম্প রয়েছে। প্রত্যেক পাম্পের মডেল এবং মান অনুযায়ী দাম ও ভিন্ন ভিন্ন। বর্তমানে একটি গাজী পানির পাম্প এর দাম ৫০০০ থেকে ছয় ৬০০০ টাকা পর্যন্ত রয়েছে। সেচ কাজে ব্যবহার যোগ্য গাজী পানির পাম্প রয়েছে। যেগুলোর দাম ২৫,০০০ থেকে ২৬০০০ হাজারেরও উপরে।
গাজী পানির পাম্প এর দাম কত টাকা ২০২৫
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সকল ইলেকট্রনিক্স পণ্য এবং সকল তথ্য মূল্যের দাম আগের তুলনায় অনেকটাই মূল্য বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আগের তুলনায় পানির পাম্প গুলোর দাম।২ থেকে ৩ হাজার টাকা মূল্য বৃদ্ধি হয়েছে। যেহেতু গাজী পানির পাম্প বাংলাদেশে অনেক সুনাম রয়েছে, তবুও এই কোম্পানির তাদের পাম্পগুলোর মূল্য বৃদ্ধি করেছে। বর্তমানে গাজী পানির পাম্প এর দাম ২০২৫ সালে এসে ৬০০০ থেকে ৭০০০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।
১ ঘোড়া গাজী পাম্পের দাম কত
সাধারণত মোটরের মান এবং মডেলের উপর দাম নির্ধারণ করা হয়। যারা সাধারণত বসতবাড়িতে পাম্প ব্যবহার করতে চান তাদের আসলে ১ ঘোড়া পাম্পেই যথেষ্ট। ১ ঘোড়া গাজী পানির পাম্পের দাম ৫২০০ টাকা থেকে ৫৭০০ টাকা পর্যন্ত। ১ ঘোড়া মটরের মধ্যেও আবার ৩ রকমের মডেল রয়েছে।
- HG GAZI JET WATER PUMP MOTOR – 100XL এর দাম ৫২০০ টাকা
- HG GAZI JET WATER PUMP MOTOR-TJSW-10M এর দাম ৫৭০০ টাকা
- HG GAZI JET WATER PUMP MOTOR- TJSW 3CL এর দাম ১০০০০ টাকা
২ ঘোড়া গাজী পাম্পের দাম কত
গাজী পানি পাম্প মটর প্রতি প্রায় দুই হাজার টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে। ২ ঘোড়া পাম্প মূলত বেশি পানি উত্তোলনের জন্য ব্যবহার করা হয়। একটি দুই ঘোড়া পাম্প দিয়ে খুব সহজে ৬ থেকে ৭ তলা পর্যন্ত পানি তোলা যায়। ২ ঘোড়া একটি গাজী পাম্পের দাম ১৫০০০ টাকা। গাজী পাম্পের অনেক রকমের মডেল রয়েছে। উন্নত মানের একটি ২ ঘোড়া পানি পাম্পের দাম মূলত ১৬ থেকে ১৭ হাজার টাকা।
হাফ ঘোড়া মোটরের দাম কত
এখন আপনারা জানতে পারবেন হাফ ঘোড়া একটি মোটর এর দাম কত। মূলত যারা ছোট পরিবার এবং পানি উপরে তোলার তেমন কোন প্রয়োজন হয় না তারাই সাধারণত হাফ ঘোড়া মোটর ব্যবহার করে থাকে। অল্প বাজেটের মধ্যে একটি হাফ ঘোড়া মটর ক্রয় করতে পারবেন। একটি হাফ ঘোড়া মটরের দাম ৩০০০ টাকার মধ্যে হয়ে থাকে, তবে এই মটরটি ২২০০ থেকে ২৭০০ টাকার মধ্যেও পাওয়া যায়।
১.৫ ঘোড়া গাজী পাম্পের দাম কত
১ ঘোড়া মটরের দাম ৬২০০ টাকা। ১.৫ ঘোড়া মোটরের দাম ৭ থেকে ৮ হাজার টাকা। উন্নতমানের মোটরের দাম ১২,০০০ থেকে ১৬,০০০ টাকা। ২০ হাজারের বেশি দামেও বিভিন্ন কোম্পানির মোটর কিনতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের মডেল চাছাই বাছাই করে তারপর একটি ১.৫ ঘোড়া মটর ক্রয় করতে পারেন।
সর্বশেষ কথা
আপনাদের মাঝে আজকের এই সুন্দরতম প্রতিবেদনে গাজী পানি পাম্প এর দাম কত এবং পানির পাম্প নিয়ে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করেছি, এবং সঠিক তথ্যটি আপনাদেরকে জানিয়েছি। অতএব আজকের এই সুন্দরতম প্রতিবেদনটি যদি আপনাদের কোন উপকারে আসে এবং আপনারা সত্যিকার অর্থে সঠিক তথ্যটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে অন্যদেরকেও সঠিক তথ্যটি জানার আগ্রহ পোষণ করুন, ধন্যবাদ।






One Comment