fluclox 500 এর দাম কত ২০২৫
ফ্লুক্লক্স এটি একটি অ্যান্টিবায়োটিক। যা শরীরের বিভিন্ন অঙ্গের ব্যাকটেরিয়া সংক্রমনে কার্যকরী রোধে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও এই ওষুধটি একটি পেনিসিলিন-ধরনের অ্যান্টিবায়োটিক। এই ওষুধগুলো বিভিন্ন ইনজেকশন আকারে অথবা ক্যাপসুল আকারে পাওয়া যায়। এই fluclox 500 ওষুধটি মূলত ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে ব্যাপক হারে ব্যবহার করা হয়।
এই ওষুধটি অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং নির্দিষ্ট ডোজ পর্যন্ত ব্যবহার করবেন। এছাড়াও আপনার আশেপাশের নিকটস্থ যে কোন ফার্মেসির দোকান থেকে খুব স্বল্পমূল্যে এই ওষুধটি সংগ্রহ করতে পারবেন। তবে fluclox 500 এর দাম কত অবশ্যই কেনার পূর্বে এর সঠিক দাম জেনে রাখা উচিত।
fluclox 500 এর দাম কত
এসিআই লিমিটেড কোম্পানির এই ঔষধটি অনেক ভালো কার্যকরী। শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে ব্যাপক হারে ব্যবহার করা হয়। এই ওষুধের প্রতি ইউনিট প্রাইস ১৪ টাকা। অর্থাৎ মাত্র ১৪ টাকায় একটি ক্যাপসুল পেয়ে যাবেন। এবং ১ পাতার মূল্য ১৪০ টাকা। এবং পুরো একটি বক্সের মূল্য ৫৬০ টাকা।
- Fluclox 500 Capsule এর প্রতি পিস ক্যাপসুল এর দাম ১৪ টাকা।
fluclox 500 Capsule এর দাম
এই ঔষধের জেনারিক নাম হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন সোডিয়াম। এই ঔষধের প্রতি ইউনিট প্রাইস ১৪ টাকা। তবে বাজার এবং দোকানের অবস্থান পেতে এই ক্যাপসুলের দামের কিছুটা পরিবর্তন হতে পারে। কিছু কিছু অনলাইনে ডিসকাউন্ট হিসেবে দেখতে পারবেন প্রতি ইউনিট মূল্য ১২ টাকা।
এই ফ্লুক্লক্সাসিলিন পেনিসিলিনেজ তৈরী করে যা এমন সব গ্রাম-পজিটিভ জীবাণুর বিরূদ্ধে কার্যকরী। এছাড়া এই ওষুধটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠন ব্যাহত করার মাধ্যমে কাজ করে। অর্থাৎ কিছু কিছু রোগীর জন্য এই ওষুধ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন।
ফ্লুক্লক্স ৫০০ এর কাজ কি
ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য নির্ধারিত হয় ফ্লুক্লোক্সাসিলিন সক্রিয় উপাদান। যা এই ওষুধের প্রধান কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার বিস্তারকে বাধা প্রদান করা। এছাড়া স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়ার নির্দিষ্ট স্ট্রেনের কারণে সৃষ্ট সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এমনকি নরম টিস্যু সংক্রমণ, হাড়ের সংক্রমণ রোদেও এই fluclox 500 Capsule ব্যবহার করা হয়।
শেষ কথা
ইতিমধ্যে আজকের এই আলোচনা থেকে আপনারা fluclox 500 এর দাম কত সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই পোষ্টের মাধ্যমে এই ঔষুধের কাজ সহ এই ঔষুধের দাম বিস্তারিতভাবে উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। এ পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ





