ফেক্সো 120 এর দাম কত
বেশিরভাগ ক্ষেত্রে চোখ থেকে পানি পড়া, সর্দি, হাঁচি এবং চুলকানি থেকে মুক্তি পেতে ডাক্তাররা ফেক্সো ১২০ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিস, ক্রণিক ইডিয়প্যাথিক আর্টিক্যারিয়া লক্ষণগুলির উপশমের জন্য নির্দেশিত হয়। এমনকি চোখ লাল হওয়া এবং চুলকানি নাক, তালু, গলার চিকিৎসার ক্ষেত্রেও এই ফেক্সো ১২০ ব্যবহার করা হয়।
খুব অল্প টাকা দিয়ে যেকোনো ফার্মেসির দোকান থেকে এই ফেক্সো ১২০ সংগ্রহ করতে পারবেন। এই ওষুধটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি দ্বারা উৎপাদিত। উপরোক্ত চিকিৎসাগুলোর জন্য ফেক্সো 120 অনেক বেশি কার্যকরী। ১২ বছর অথবা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্যও বিভিন্ন চিকিৎসার জন্য এই ওষুধটি নির্দেশিত হয়ে থাকে। সঠিক চিকিৎসা নিতে ফেক্সো 120 এর দাম কত তা জানুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন।
ফেক্সো 120 এর দাম কত
সচরাচর পরিচিত এবং কমন রোগের চিকিৎসার প্রতিরোধে এই ফেক্সো ১২০ ডাক্তাররা রোগীদের কে প্রদান করে থাকেন। এক্ষেত্রে এই ফেক্সো ১২০ অনেক বেশি উপকারী এবং কার্যকরী। একজন ব্যক্তির নাক দিয়ে পানি পড়া, নাক ও গলা চুলকানি, ত্বকের চুলকানি, চোখ লাল হওয়া ইত্যাদি কারণে ফেক্সো ১২০ ব্যবহার করা হয়।
তবে এই ওষুধটি আপনি যেকোন ফার্মেসির দোকান থেকে খুব অল্প টাকায় সংগ্রহ করতে পারবেন। তবে বর্তমানে প্রতি পিস এই ফেক্সো ১২০ এর বর্তমান মূল্য ৯ টাকা। তবে কিছু দোকানে এবং স্থান বেধে এই ট্যাবলেটের মূল্যের কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থাৎ একটি পাতায় ১০ টি করে ট্যাবলেট থাকে। যার প্রতি পাতার মূল্য ৯০ টাকা।
ফেক্সো ১২০ এম জি ট্যাবলেট এর দাম
এই ফেক্সো ১২০ ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের অন্তর্ভুক্ত। বিভিন্ন রোগের বিরুদ্ধে এই ওষুধ অনেক ভাল কাজ করে থাকে। যেকোন দোকান থেকে প্রতি ৯ টাকায় সংগ্রহ করতে পারবেন। এবং ১ পাতা ওষুধের দাম রাখা হবে ৯০ টাকা বা তার কিছু কম অথবা তার বেশি। তবে একটি পাতায় দশটি ট্যাবলেট পেয়ে যাবেন। এবং পুরো একটি বক্সে পাঁচটি পাতা থাকে। যার মূল্য ৪৫০ টাকা।
ফেক্সো 120 খাওয়ার নিয়ম
এই ওষুধগুলো খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এবং আপনার অসুস্থতার উপর ভিত্তি করে একজন ডাক্তার এই ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকবেন। তবে অবশ্যই বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রক্ষা করা হয় এই ওষুধ গ্রহণ। এক্ষেত্রে আপনার মাথাব্যথা, তন্দ্রা, বমি বমি ভাব, মাথা ঘোরা হতে পারে। অতএব সঠিক ভাবে এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে নিচের প্যারাগুলোকে বিস্তারিত জানুন।
- ওষুধটি অবশ্যই খাবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা খাবার খাওয়া এক দুই ঘন্টা পরে খাবেন।
- প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য ১২০ মিঃগ্রাঃ ঔষধটি প্রতিদিন এক বার।
- আর ৬০ মিঃগ্রাঃ হলে দিনে দুইবার।
- কমলা অথবা ফলের রসের সাথে এ ওষুধটি গ্রহণ করবেন না।
- শুধুমাত্র পানির সাথে একে গ্রহণ করুন।
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে এই আলোচনা থেকে আপনারা ফেক্সো 120 এর দাম কত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। অবশ্যই এ ওষুধ গুলো কেনার পূর্বে সঠিক দাম সম্পর্কে জেনে রাখা উচিত। তবে কিছু দোকান বেঁধে এ ওষুধ গুলো দামের অনেকটা পার্থক্য হতে পারে। যদি এই পোস্ট থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ