ই ক্যাপ 400 এর দাম কত ২০২৫
মানব শরীরের ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এমনকি ভিটামিন ই অভাবজনিত কারণে অপরিণত নবজাতকের ইডিমা, থ্রম্বোসিস ও হিমোলাইটিক এ্যানিমিয়া এবং শরীরজ্বালা হতে পারে। এছাড়াও পুরুষ বন্ধ্যাত্ব, কেরাটেক্টমি, নার্ভের ক্ষতি, ঋতুস্রাবের পূর্বের লক্ষণ কালে বিভিন্ন ডাক্তারগণ ই ক্যাপ ৪০০ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
এক্ষেত্রে কোনো রোগ নির্ণয় কালে নির্দিষ্ট রোগ জানা গেলে ওষুধ খাওয়ার পাশাপাশি ই ক্যাপ 400 খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাহলে এই পোস্ট থেকে ই ক্যাপ 400 এর দাম কত এবং এই ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে আরো বিস্তারিতভাবে জেনে নিন। এ ওষুধ আপনার আশেপাশের বিভিন্ন ফার্মেসির দোকান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। আর এই ঔষুধটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড দ্বারা উৎপাদিত হয়।
ই ক্যাপ 400 এর দাম কত
ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি দ্বারা উৎপাদিত এই ঔষধটি বর্তমান বাজারে খুব স্বল্পমূলে পাওয়া যায়। ডাক্তারগন রোগ নির্ণয়ের পর নির্দিষ্ট রোগের জন্য এই সকল ঔষধ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। তবে ৬ টাকা ৩০ পয়সা থেকে শুরু করে ভিন্ন দোকান অনুযায়ী ৭ টাকায় এই ওষুধ পাওয়া যায়।
অর্থাৎ প্রতি পিস ই ক্যাপ 400 এর দাম ৭ টাকা। এবং স্ট্রিপ প্রাইস ১০৫ টাকা। অর্থাৎ একটি পাতায় ১৫ টি ক্যাপসুল পেয়ে যাবেন। যার মূল্য ১০৫ টাকা। এবং একটি ই ক্যাপ 400 এর ১ বক্স মূল্য হবে ৪২০ টাকা। তবে দোকান অনুযায়ী এই ওষুধের দাম কিছুটা কম হতে পারে আবার কিছুটা বেশি হতে পারে। তবে আশা করা যায় এখান থেকে একটা ধারণা পেয়েছেন এই ওষুধের দাম সম্পর্কে।
ই ক্যাপ এর দাম কত
এই ই ক্যাপ ঔষুধটি ২০০,৪০০, এবং ৬০০ পাওয়া যায়। ই ক্যাপ 200 এর দাম ৫ টাকা। এবং ই ক্যাপ ৬০০ এর দাম ৮ টাকা। এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে এই ক্যাপ ৪০০। আর এই ওষুধের মূল্য ৭ টাকা। তবে কিছু কিছু দোকানগুলিতে এবং অনলাইন ওয়েবসাইটে ই কাপ ৪০০ এর এক পাতার মূল্য রাখতে পারে ৯৪ টাকা থেকে ১০০ টাকা।
ই ক্যাপ 400 কেন খায়
এই ঔষধটি বিভিন্ন রোগীদের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে মূলত ই ক্যাপ 400 ভিটামিন ই-র সকল অভাব পুরন করতে সাহায্য করে। বিশেষ করে আলঝেইমার রোগ, কেমোথেরাপির কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিস ব্যথা, পুরুষ বন্ধ্যাত্ব, কেরাটেক্টমি, নার্ভের ক্ষতি, ঋতুস্রাবের পূর্বের লক্ষণ কালে।
এবং বেদনাদায়ক মাসিকের সময়কাল হৃদরোগে এই ওষুধটি খাওয়া হয় এবং ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও একজন ব্যক্তির পেশীর দুর্বলতা দুর করে, ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে, চুলের ও পশমের র*ক্ত চলাচল ঠিক রেখে পুষ্টি সরবরাহ করে।
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে আজকের এই আলোচনা থেকে আপনারা ই ক্যাপ 400 এর দাম কত জানতে পেরেছেন। এবং পাশাপাশি এই ওষুধ একজন ব্যক্তি কেন খায় এবং এই ওষুধ খাওয়ার কি পার্শ্ব প্রতিক্রিয়া ও খাওয়া নিয়ম সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আশা করতেছি ইতিমধ্যে এই পোস্ট আপনার কাছে অনেক বেশি উপকৃত মনে হয়েছে। এই পোস্ট আপনার কাছে উপকৃত হলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ





