বাংলা ভাষা নিয়ে কবিতা ২০২৫
১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনকে ঘিরে একুশের বিভিন্ন জনপ্রিয় কবিতা রয়েছে। এই কবিতা গুলো বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রুদ্র মুহাম্মদ শ*হীদুল্লাহ, হুমায়ুন আজাদ, জসীম উদ্দিন মোহাম্মদ সহ আরো কয়েকটি কবি রয়েছেন। এদের কবিতা গুলো দিয়ে প্রত্যেক বছরেই বাংলা ভাষা দিবসে উদযাপন করা হয়। শিক্ষার্থীরা তারা স্কুল-কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা ভাষাকে নিয়ে কবিতা বলে থাকে।
কোটি কোটি মানুষের কন্ঠে শুধু বাংলা আমার মাতৃভাষা এবং বাংলা আমার মায়ের ভাষা এই স্লোগানটি শোনা যায়। বাংলাদেশে যখন ভাষা আন্দোলন শুরু হয়েছিল সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অন্যান্য বাঙালি বাংলা ভাষার জন্য পুলিশের গুলিতে নিহত হয় তখন থেকেই এই কবিতাগুলো লেখা শুরু হয়েছিল। আপনি এই পোষ্টটি পড়লে বাছাই করা বাংলা ভাষা নিয়ে কবিতা সংগ্রহ করতে পারবেন।
বাংলা ভাষা নিয়ে কবিতা
বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার। এই বাংলা ভাষার জন্য বাঙালি তাদের জীবন ত্যাগ করেছে। পূর্ব বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশ ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি এই বাংলা ভাষার জন্য সালাম, রফিক, বরকত সহ আরো অনেকেই নিঃস্বার্থভাবে জীবন দিয়েছে। তাদের কারণেই আমরা আমাদের বাংলা ভাষা ফিরে পেয়েছি। শ*হীদের স্মরণে অনেক বিখ্যাত কবিগণ বাংলা ভাষা নিয়ে কবিতা লিখেছেন। এরকম বেশ কয়েকটি কবিতার বর্ণনা নিচের অংশ হতে সংগ্রহ করুন।
কবিতা
বাংলা ভাষার সুন্দরতা,
আমার হৃদয় জাগায়।
শব্দের মাধুর্য ও সাহস,
মন খুলে দেয় স্বাধীন আয়।
কথার নীরবতা, সুখের সৃষ্টি,
বাঙালির আধুনিক বোধগম্য ক্ষোভ।
কবিতায় আবার পাওয়া,
আমার মনে দেয় সুখের দ্বীপ।
ভাষার অমৃত স্পর্শ,
করে নেয় মনের যাত্রা।
বাংলা ভাষার মেলা,
সৃষ্টির উৎসব, আমার জীবনের পর্যন্ত সাথী।
প্রিয় বাংলা, তুমি মোর,
প্রতিদিনে তোমার সৃষ্টি ভালোবাসি।
আমি তোমার অভিমানী,
বাংলা ভাষা, তুমি আমার প্রাণের অনুভূতি।
মোদের বাংলা ভাষা কবিতা
বাংলা ভাষা আমাদের গর্ব, বাংলা ভাষা আমাদের অহংকার। বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, ভাষা শ*হীদদের কে নিয়ে বিভিন্ন কবিতা লিখেছেন। এরই ধারাবাহিকতায় প্রতি বছরেই বাংলা ভাষা দিবস উদযাপন হয়। সে অনুষ্ঠানে শিক্ষার্থীরা মোদের বাংলা ভাষা নিয়ে বিভিন্ন কবিতা বলে থাকে। দেখে নিন মোদের বাংলা ভাষা নিয়ে কবিতা সমূহ।
কবিতা
মোদের বাংলা ভাষা,
আমার মায়ের ভাষা,
এই ভাষায় আমি গান গাই,
এই ভাষায় আমি কবিতা লিখি।
এই ভাষায় আমি কথা বলি,
এই ভাষায় আমি হাসি,
এই ভাষায় আমি কাঁদি,
এই ভাষায় আমি সব বলি।
মোদের বাংলা ভাষা,
তুমি আমার গর্ব,
তুমি আমার অহংকার,
তুমি আমার শান্তির নীড়।
বাংলা ভাষার সেরা কবিতা
বিভিন্ন কবি রয়েছে তারা বাংলা ভাষাকে কেন্দ্র করে কবিতা লেখা লেখি করেছে। ভাষা আন্দোলন শুরুর পর থেকেই বিভিন্ন ধরনের কবিতা বের হয়। অনেকে রয়েছে তারা একুশে ফেব্রুয়ারির উদ্দেশ্যে অনলাইন এর মাধ্যমে বিভিন্ন কবিতা গুলো জানার চেষ্টা করে। কারণ সকল শিক্ষার্থীরা তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নেয়। আপনি আমাদের দেওয়া সেরা কবিতা গুলো অনুষ্ঠানে প্রকাশ করতে পারবেন।
সেরা কবিতা
ও মা তোর মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওই হায়ানার দল ।
আমার চৌদ্দ পুরুষ বাপ-দাদাদের আঁখড়ে ধরা
আপন বুলি কেমনে ভুলি বল ?
জারি –সারি-ভাটিয়ালী –নকশি কাঁথার গান
এসব আমার বাংলা ভাষার অমূল্য উপাদান।
মাগো ওরা কয়, উর্দু হইব দুই বাংলার কথা,
সয়নায় তোর সন্তানেরা এ অন্যায়ের ব্যাথা ।
ছাত্র-শিক্ষক,স্রমিক-মজুর উঠেছিল ফেঁপে
সারা বাংলা আন্দোলনে উঠেছিল কেঁপে ।
একতার মুঠো হাত – বিক্ষোভের স্বর
আকাশে –বাতাসে তোলে প্রতিবাদের ঝড় ।
জয় বাংলা, বাংলার জয়-
হবে হবে হবে –হবে নিশ্চয়
কোটি বাঙ্গালী একসাথে , জেগেছে অরুনপ্রাতে
মায়ের ভাষা রবে সুরক্ষিত –অক্ষয় ।
বাংলা আমার মাতৃভাষা কবিতা
মাতৃভাষা হলো সেই সাধনা যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। একে অন্য সাথে বাংলা ভাষায় মন খুলে কথা বলতে পারে। আমার মায়ের ভাষাকেই মাতৃভাষা বলা হয়। এই মাতৃভাষা রক্ষার জন্য অনেক বাঙালি মায়ের সন্তান জীবন দিয়েছে। তাদের জীবনের বিনিময়ে আমরা বাংলা মাতৃভাষা ফিরে পেয়েছি। তখন থেকে মাতৃভাষা নিয়ে বিখ্যাত কবিগণ মাতৃভাষা নিয়ে কবিতা লিখেছে। আমরা আপনাদের জন্য মাতৃভাষার বিখ্যাত কবিতা উল্লেখ করেছি।
মাতৃভাষা কবিতা
বাংলা, আমার মাতৃভাষা,
মধুর সুরের এক অমোঘ ভাষা।
মায়ের কোলে শেখা এই ভাষা,
হৃদয়ের গভীরে গেঁথে আছে।
বর্ণমালায় গান গেয়ে,
কবিতা লিখে, গল্প বলে,
আমাদের জীবনকে করে করে
সুন্দর, সুমধুর, সুন্দর।
বাংলার গান গেয়ে,
নৃত্য করে, আনন্দে,
আমরা ভুলে যাই
সব দুঃখ-কষ্ট, বিরহ।
বাংলা আমাদের অহংকার,
আমাদের গর্ব, আমাদের সম্পদ।
এই ভাষা টিকিয়ে রাখা
আমাদের সকলের কর্তব্য।
বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি
চিরকাল বেঁচে থাকুক।
বাংলার গান গেয়ে
আমরা মুক্তি পাই, আনন্দ পাই।
শেষ কথা
বাংলা ভাষা বাঙালির এক অমূল্য সম্পদ। বাংলা ভাষায় রচিত বিখ্যাত কবিগণ তারা বিভিন্ন সাহিত্য, কবিতা লিখেছেন। এদের লেখা কবিতা গুলো অনেকেই বাংলা ভাষা দিবসে খুঁজে থাকে। আমরা এই পোষ্টের মাধ্যমে বাংলা ভাষা নিয়ে কবিতা উল্লেখ করেছি। আশা করি এই পোষ্টের মাধ্যমে বাংলা ভাষার কবিতা গুলো দেখতে পেরেছেন। ধন্যবাদ