দরখাস্ত লেখার নিয়ম ছবি ২০২৫
সবার জীবনেই ছোট থেকে শুরু করে চাকরি-বাকরির ক্ষেত্রেও প্রায় সময় দরখাস্ত লেখার দরকার পড়ে। দরখাস্ত লিখতে গেলে অনেকগুলা নিয়ম রয়েছে। স্কুল এর পড়াশোনা থেকে শুরু করে কলেজে গেলেও কোন কারনে ছুটি নিতে হলে দরখাস্ত লেখার মাধ্যমে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কাছে থেকে ছুটি নিতে হয়। আবার চাকরি নিতে গেলেও যেকোনো চাকরির জন্য দরখাস্ত লিখে আবেদন করতে হয়। আবার চাকরি থেকে রিজাইন করলে দরখাস্তের মাধ্যমে এই চাকরি ছেড়ে দিতে হয়।
যারা দরখাস্ত লেখার নিয়ম খুঁজতেছেন। তারা আমাদের এই পোষ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের দরখাস্ত লেখার নিয়ম জানতে পারবেন। আমরা এই পোষ্টের মাধ্যমে দরখাস্ত লেখার নিয়ম ও ছবি উল্লেখ করে দিয়েছি। অনেকেই আছে দরখাস্ত লেখার নিয়ম জানেনা। একটি দরখাস্ত লেখার মাধ্যমে অনেক কিছুই নির্ভর করে। কোন চাকরির ক্ষেত্রে যদি একটি দরখাস্ত করেন আপনার চাকরির দরখাস্ত লেখার ধরনটা অনেক সুন্দর এবং ভালো হয়।
তাহলে আপনাকে প্রথমেই চয়েজ এ রাখবে। আর আপনার দরখাস্ত লেখার ধরনটাই যদি খারাপ হয়ে যায়। উল্টাপাল্টা নিয়মে যদি লিখে ফেলেন তারা প্রথমেই বুঝে যাবে। যে সঠিকভাবে দরখাস্ত লিখতে পারে না সে অফিসের কাজ কিভাবে সঠিক নিয়মে করবে। এজন্য আমাদের দরখাস্ত লেখার আগে নির্ভুল ভাবে সঠিক নিয়মে দরখাস্ত লিখতে হবে। দরখাস্ত লেখার সঠিক নিয়ম জানতে হলে, আমাদের দেওয়া সম্পূর্ণ পোষ্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
দরখাস্ত লেখার নিয়ম
দরখাস্ত লেখার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়মগুলা আপনি ফলো করে লিখলে আপনার দরখাস্ত লেখা সর্বোচ্চ মানের ভালো হবে। এবং আপনি যে কোন চাকরির ক্ষেত্রে অথবা অফিসের কোন ছুটির কারণে আমাদের নিয়ম ফলো করে লেখলে অবশ্যই সে দরখাস্তটা কার্যকারিতা হবে। এই নিয়ম ফলো করলে কোন ধরনের দরখাস্ত চাকরির দরখাস্ত এবং স্কুল কলেজে ছুটির দরখাস্ত সহজে লিখতে পারবেন। দরখাস্ত লেখার সময় এই আমাদের নিচের দেওয়া নিয়মগুলো মেনে লিখতে হবে।
- প্রথমে আপনাকে সুন্দর দেখে একটা A4 সাইজের পেপার নিতে হবে। আপনি চাইলে লেখা অনুযায়ী যে কোন ধরনের পেপার নিতে পারেন
- সবার উপরে পৃষ্ঠার বাম পাশে আপনাকে আবেদনের সঠিক তারিখ লিখতে হবে।
- তারিখের বরাবর নিচে যার কাছে দরখাস্ত লিখবেন তার নাম / পদবী লিখতে হবে।
- তারপর উক্ত প্রতিষ্ঠানের নাম ও সঠিক ঠিকানা লিখতে হবে।
- এবং দরখাস্ত মূল বিষয়টা লিখতে হবে। আপনি যে বিষয়টা নিয়ে দরখাস্ত লিখবেন সেটা উল্লেখ করে দিবেন।
- সম্মানিত শব্দ ব্যবহার করতে হবে। যেমনঃ জনাব, মহোদয়, ইত্যাদি।
- এরপর দরখাস্তের বিষয়গুলো সুস্পষ্ট ভাবে বর্ণনা করতে হবে।
- এবং সর্বশেষে বিনীত নিবেদক লেখে আপনার নাম ঠিকানা আপনার প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করতে হবে।
আপনি আমাদের এই নিয়ম গুলো ফলো করে লিখে যে কোন বিষয়ের ক্ষেত্রে দরখাস্ত / আবেদন করতে পারবেন। দরখাস্ত লেখা শেষ হলে আপনি সুন্দর একটি খামে করে নির্দিষ্ট জায়গায় জমা দিতে হবে।
সকল প্রকার দরখাস্ত লেখার নিয়ম
আজকে আপনাদের সাথে সকল প্রকার দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করবো। আমাদের অনেক সময় দরখাস্ত লেখার প্রয়োজন পড়ে যায়। তখন অনেকেই আছে দরখাস্ত লেখার নিয়ম জানেনা। সঠিক নিয়মটা তখন তারা অনলাইনের মাধ্যমে খুঁজে থাকে। অনেকেই আছেন তারা সকল প্রকার দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে চায়। আপনি আমাদের পোষ্টের মাধ্যমে সকল প্রকার দরখাস্ত লেখার নিয়ম জানতে পারবেন। এই পোষ্টে এ সকল ধরণের দরখাস্ত লেখার নিয়ম জানিয়েছি।
বাংলা দরখাস্ত লেখার নিয়ম
আমাদের প্রায় সময়ে বাংলা দরখাস্ত লেখার নিয়ম বেশি দরকার পরে। আমরা সব সময় এই বাংলা দরখাস্ত টাই বেশি লিখে থাকি। বাংলা দরখাস্ত লেখার মধ্যে অনেকগুলো নিয়ম রয়েছে। আপনি যদি সঠিকভাবে দরখাস্ত লিখতে না পারেন। তাহলে আমাদের এই পোস্ট করে সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়ম জানতে পারবেন। বাংলা দরখাস্ত লেখার সঠিক নিয়ম হলো প্রথমে আপনাকে একটি পৃষ্ঠায় সবার উপরে বাম সাইডে তারিখ লিখতে হবে। তারপর তারিখের নিচে বরাবর যার কাছে দরখাস্তটা পাঠাবেন তার নাম ও পদবী লিখতে হবে। এবং সেই প্রতিষ্ঠান এবং কোম্পানির নাম লিখে আপনাকে দরখাস্তের বিষয়টা উল্লেখ করতে হবে। এরপর আপনি একটি সম্মানিত শব্দ ব্যবহার করে নিজ বরাবর দরখাস্ত লেখাগুলো লিখতে হবে। এবং লাস্টে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে। এই নিয়ম ফলো করে লিখলে আপনি সঠিকভাবে একটু দরখাস্ত লিখতে পারবেন।
অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম
বাংলাদেশের অনেক মানুষ আছে তারা তারা অফিস আদালতে এবং বিভিন্ন কোম্পানিতে চাকরি করে থাকে। তাদের বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে ছুটির দরকার হয়। এবং কি নিকট আত্মীয়স্বজন কেউ মারা গেলে অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে যেতে হয়। আজকে আপনাদের সাথে অফিসে ছুটির দর কাছে লেখার নিয়ম জানাবো। আপনি আমাদের এই নিয়ম ফলো করলে সঠিক ভাবে দরখাস্ত লেখার নিয়ম শিখতে পারবেন। শুধু আপনাদের অফিসের নাম ঠিকানা এবং আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের এই ফরম্যাট দেখে পূরণ করে ফেলবেন।
তারিখঃ……
বরাবর,
বিভাগীয় প্রধান
আপনার কম্পানির নাম
কম্পানির ঠিকানা, ঢাকা
বিষয়ঃ যে বিষয় ছুটি লাগবে সেইটা লিখে তারপর ছুটির জন্য আবেদন। লিখবেন
জনাব,
সবিনয়ে দিয়ে শুরু করে প্রথমে আপনার নাম প্রতিষ্ঠানের দীর্ঘ সময় সঠিক দায়িত্ব পালন করছেন এই সমস্ত তথ্য দিয়ে। আপনার ছুটির কারণ জানিয়ে অসুস্থ অথবা কেউ মারা গেলে সেটা জানিয়ে অথবা আরো বিবাহর জন্য ছুটির প্রয়োজন হলে কয় দিন ছুটি দিবেন সেই কয়দিনের তারিখ উল্লেখ করতে হবে। তারপর নিচে আপনাদেরকে বিভাগীয় প্রধানের কাছে আকুল আবেদন জানাতে হবে।
অতএব, জানাবেন নিকট বিনীত নিবেদন এই যে, আমাকে উক্ত বিষয়ের নাম উল্লেখ করে সেখানে উপস্থিত থাকার জন্য যে কয়দিন আপনি যে কয়দিন ছুটি নিবেন দুইদিন অথবা তিন দিন এর ছুটি দিয়ে আমাকে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার নাম
পদবী
নিচে আপনার সাক্ষর দিতে হবে।
চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম
আমাদের গ্রামে অনেক সময় সমস্যায় পড়তে হয়। গ্রামের কোন কিছু দরকার থাকলে তখন আমাদের চেয়ারম্যানের নিকট দরখাস্ত লিখতে হয়। যদি সঠিক ভাবে লিখে চেয়ারম্যানের কাছে জমা দিলে সে দরখাস্ত অনুযায়ী চেয়ারম্যান আবদারটা পূরণ করার জন্য চেষ্টা করে। আজকে আপনাদেরকে চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম জানাবো। আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী আপনার গ্রামের তথ্য দিতে হবে।
তারিখঃ…….
বরাবর,
চেয়ারম্যান
আপনার গ্রামের ইউনিয়নের নাম
বিষয়ঃ বিশুদ্ধ পানির টিউবওয়েল সংস্থাপনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার দায়িত্ব রত আপনার গ্রামের নামের ইউনিয়ন হবে। পরিষদের একজন বাসিন্দা। আমাদের গ্রামে কোন বিশুদ্ধ পানির টিউবয়েল না থাকায় গ্রামের মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছে। অনেকেই বিশুদ্ধ পানি পান না করার কারণে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। এমতাবস্থায় যত দ্রুত সম্ভব আমাদের গ্রামে একটি বিশুদ্ধ পানির টিউবওয়েল দরকার। বিশুদ্ধ পানিটি বয়েল সংস্থাপনের জন্য আপনার কাছে গ্রামের পক্ষ অনুরোধ জানাচ্ছি।
অতএব, জানাবেন নিকট আকুল আবেদন এই যে, আমাদের এলাকায় একটি বিশুদ্ধ পানিটি টিউবয়েল ব্যবস্থা করলে আমরা এলাকাবাসী মিলে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো।
প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম
অনেকেই আছি আমরা স্কুলে পড়াশোনা করি। আমাদের স্কুলে পড়াশোনা করা অবস্থায় প্রয়োজনীয় কারণে ছুটি নিতে হয়। অনেক ছাত্ররা আছে তারা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানেনা। স্কুলে ছুটি নিতে চাইলে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে হয়। কিভাবে প্রধান শিক্ষকের কাছে ছুটির জন্য দরখাস্ত লিখবেন এই নিয়ম নিতে দেয়া হলো-
তারিখঃ……..
বরাবর,
আপনার স্কুলের নাম
স্কুলের ঠিকানা
বিষয়ঃ যে বিষয়ে ছুটি নিতে চাচ্ছেন সেইটা লিখে দিবেন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত যে শ্রেণীতে পড়েন সেই শ্রেণীর উল্লেখ করবেন। যেমনঃ ১০ম শ্রেণির ছাত্র। আমি গত যে কয়দিন স্কুলে উপস্থিত ছিলেন না সে কয় দিনের তারিখ লিখবেন। যদি অসুস্থ থাকেন তাহলে লিখবেন আমি অসুস্থতার কারণে এ কয়েকদিন স্কুলে উপস্থিত থাকতে পারেনি। এখন আমি পুরাপুরি সুস্থ। এখন থেকে আমি নিয়মিত ক্লাস শুরু করবো।
এতএব, জানাবেন নিকট আকুল আবেদন যে, উপরিক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ছুটিদানে বাধিত থাকবেন।
আপনার নাম
শ্রেণী
বিভাগ
আপনার ক্লাসরোল
চাকরির দরখাস্ত লেখার নিয়ম
অনেকেই চায় যে ভালো একটা চাকরি করতে। কিন্তু চাকরিতে এপ্লাই করার আগে সার্কুলার অনুযায়ী দরখাস্ত লিখে পাঠাতে হয়। সঠিকভাবে চাকরির দরখাস্ত না লিখলে তারা দরখাস্তটা বাতিল বলে গণ্য করে। আপনি আমাদের এই লেখাটির মাধ্যমে চাকরির সঠিক দরখাস্ত লেখার নিয়ম জানতে পারবেন। চাকরির দরখাস্ত লেখার সময় বিশেষ কয়েকটি দিক সঠিকভাবে প্রদান করতে হয়। নিচে আপনাদেরকে সহকারী শিক্ষক পদে চাকরির আবেদনের নিয়ম জানিয়েছি। এই নিয়ম অনুসরণ করে আপনার চাকরির সার্কুলার অনুযায়ী যেকোনো চাকরির দরখাস্ত লিখতে পারবেন। শুধু আপনার বিষয়টি সে অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। সহকারী শিক্ষক পদে চাকরির আবেদনের নিয়মটি দেখতে হলে নিচে পড়তে থাকুন।
সহকারি শিক্ষক পদে চাকরির আবেদন
যারা সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন কিভাবে করবেন জানেন না। তারা আমাদের এই নিয়ম দেখে সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন করতে পারবেন।
তারিখ……..
বরাবর,
সভাপতি
যে স্কুলে নিয়োগ করবেন সেই স্কুলের নাম
ঠিকানা
বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ২০/০৯/২০২৩ ইং তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন পার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র মহোদয়ের নিকট তুলে ধরলাম।
১। নামঃ
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। ধর্মঃ
৮। জাতীয়তাঃ
৯। শিক্ষাগত যোগ্যতাঃ
পরিক্ষার নাম | বোর্ড | পাশের বছর | গ্রেড |
এস.এস.সি | রাজশাহী | ২০১২ | ৫.০০ |
এইচ.এস.সি | ঢাকা | ২০১৪ | ৪.৯০ |
বি.এ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০১৮ | প্রথম শ্রেণী |
এম.এ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০২০ | প্রথম শ্রেণী |
১০। অভিজ্ঞতাঃ আপনার শিক্ষাগত কত বছরের অভিজ্ঞতা আছে সেটা উল্লেখ করে দিবেন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক
আপনার একান্ত বাধ্যগত
নামঃ
মোবাইল নাম্বারঃ
সংযুক্তিঃ
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ৩ কপি।
২। সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। চেয়ারম্যানের সনদপত্র।
৫। ৫০০ টাকার পোস্টাল অর্ডার।
আবেদন পত্র লেখার নিয়ম
অনেকেই আছে আবেদনপত্র পত্র লিখার নিয়ম জানেন না। আবেদনপত্র লিখতে চাইলে কয়েকটি নিয়মের মাধ্যমে আবেদন পত্র লিখতে হয়। নিচে আপনাদের কে প্রয়োজনীয় কিছু আবেদন পত্র লেখার নিয়ম জানিয়েছি। আপনি আমাদের এই নিয়ম গুলো দেখে লিখলে অবশ্যই সঠিকভাবে যে কোনো জিনিসের জন্য আবেদন করতে পারবেন।
উপবৃত্তির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
উপবৃত্তের জন্য আবেদন করতে চাইলে প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে হয়। অনেক শিক্ষার্থী আছে তারা স্কুলে পড়ে কিন্তু উপবৃত্তি হয় নাই। আপনি আমাদের এই নিয়োগ দেখে প্রধান শিক্ষকের নিকট উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
তারিখঃ…….
বরাবর,
প্রধান শিক্ষক
আপনার স্কুলের নাম হবে।
ঠিকানা
বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন কৃষক। তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। গত কয়েক মাস যাবত দিদি শারীরিকভাবে অসুস্থ। আমাদের সংসার চালানোই তার পক্ষে অনেক কঠিন হয়ে গেছে। এমতাবস্থায় আমাদের ৩ ভাই বোনের পড়ালেখার খরচ বহন করা খুবই কষ্টকর হয়ে গেছে।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরিক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদান করে পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
আপনার নামঃ
শ্রেণীঃ
রোলঃ
বড় বোনের বিয়ে উপলক্ষে ৩ দিনের ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
আপনারা আমাদের এই আবেদন এর নিয়ম ভালো করে আপনার স্কুল থেকে বড় বোনের বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটির জন্য আবেদন করতে পারবেন। যারা স্কুলে পড়েন তাদের জন্য এই পোষ্ট অনেক উপকারী।
তারিখঃ…….
বরাবর
প্রধান শিক্ষক
স্কুলের নাম
ঠিকানা
বিষয়ঃ বড় বোনের বিয়ের জন্য ছুটির আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নবম শ্রেণীর নিয়মিত ছাত্র। আপনার বড় বোনের বিয়ের দিনের তারিখ অনুযায়ী তিনদিনের ছুটি নিবেন। যেমনঃ গত ২৫ তারিখে আমার বড় বোনের বিয়ের দিন ধার্য করা হয়েছে। এজন্য আমি ২৫ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত স্কুলে উপস্থিত থাকতে পারবো না। আমি আবার ২৮ তারিখ যথাসময়ে স্কুলে উপস্থিত হবো।
অতএব, জানাবেন নিকট আকুল আবেদন এই যে, আমাকে উল্লেখিত তিন দিনের ছুটি প্রদান করতে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত্য ছাত্র
নামঃ
শ্রেণীঃ
শাখাঃ
রোল নং
যেসব কারণে আবেদন পত্র বাতিল হয়ে যায়
দরখাস্তের আবেদন করার সময় কিছু ভুল নিয়মে লিখলে আবেদনপত্র বাতিল হয়ে যায়। আপনি যে কোন দরকারে কোম্পানি অথবা শিক্ষা প্রদয় স্থানে যদি কোন বিষয় নিয়ে আবেদন করেন। তাহলে অবশ্যই আপনাকে এই ভুলগুলো খেয়াল করতে হবে। এ ভুলগুলো হলে তাহলে আপনার আবেদন পত্র টা বাতিল হয়ে যাবে।
- দরখাস্ত নির্ধারিত ফরম্যাট লেখার সময় ভুল করলে।
- দরখাস্ত নিয়ম অনুসারে সব বিষয়গুলো পূরণ না করলে।
- নিজের নামের জায়গায় স্বাক্ষর না দিলে।
- ঠিকমতো পেশাগত অথবা শিক্ষাগত যোগ্যতা প্রদান না করলে
- সঠিক বয়স না উল্লেখ করলে
- আবেদনের ফি জমা না দিলে।
- অভিজ্ঞতার যদি চায় তাহলে অভিজ্ঞতা না দিলে
- যে তারিখের মধ্যে দরখাস্ত জমা দেওয়ার কথা সেই তারিখ পার হয়ে গেলে দরখাস্ত বাতিল হয়ে যাবে।
শেষ কথা
আমাদের সব সময়ই চাকরি অথবা অফিস আদালত থেকে ছুটি নিতে হয়। তখন আমরা দরখাস্ত অথবা আবেদন পত্রের মাধ্যমে ছুটি নিয়ে থাকি। এবং চাকরি নিয়োগের জন্য দরখাস্ত লিখতে হয়। আপনারা যারা চাকরির দরখাস্ত এবং বিভিন্ন জিনিসের জন্য আবেদন করার নিয়ম জানতে চেয়েছিলেন। আশা করি, আপনি আমাদের এই সম্পূর্ণ পোষ্টটি পড়ে দরখাস্ত লেখার নিয়ম ছবি দেখতে পেরেছেন। আমাদের দেওয়া দরখাস্ত / আবেদনপত্র নিয়ম পড়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের পোষ্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ