২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা স্ট্যাটাস, মেসেজ, উক্তি ও বাণী
আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। পুরো বাঙালি শ*হীদদের স্মরণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস এবং শ*হীদ দিবস পালন করে থাকে। এছাড়াও এই দিনটিকে খুবই শ্রদ্ধার সাথে মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকে। এক কথায় বলতে গেলে পুরো বাঙালি জাতির জন্য একুশে ফেব্রুয়ারির দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ।
শুধুমাত্র ভাষার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনটিতে সালাম, রফিক বরকত এবং জব্বারসহ অনেকেই নিহত হন পাকিস্তানি শাসকদের গুলিতে। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই ১৯৫৩ সালের পর থেকে আজ পর্যন্ত প্রতিবছর একুশে ফেব্রুয়ারির এই দিন কে নানাভাবে পালন করা হয়ে থাকে।
এমনকি ২১শে ফেব্রুয়ারির দিনটিতে একে অপরকে নানা কর্ম দিবস কে কেন্দ্র করে বিভিন্ন শুভেচ্ছা মেসেজ পাঠিয়ে থাকে। এবং বিভিন্ন কবিগণ এবং বড় বড় সম্মানিত ব্যক্তিদের আখ্যায়িত করা উক্তিও একে অপরের মাঝে শেয়ার করে থাকে। তাই অনলাইনে যারা ইতিমধ্যে ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা মেসেজ এবং বিভিন্ন উক্তি ও বাণী অনুসন্ধান করছেন তারা এই পোস্টটি শেষ পর্যন্ত দেখু*ন।
২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পায় বাঙালির এই বাংলা ভাষা। বহু কষ্টে অর্জিত হয়েছে আমাদের এই বাংলা ভাষা। র*ক্ত দিতে হয়েছে অনেক নিরীহ বাঙালির। সহ্য করতে হয়েছে নানা ধরনের নিপীড়ন। এদিনকে প্রতিবছর শ*হীদদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করা হয়।
অতঃপর বাংলাদেশের সাধারণ জনগণ এই একুশে ফেব্রুয়ারি দিনকে বিভিন্নভাবে পালন করার জন্য বিভিন্ন শুভেচ্ছা মেসেজ এবং বিভিন্ন উক্তি ও বাণী একে অপরের মাঝে শেয়ার করে থাকে। তাই আপনি যদি সুন্দর এবং সব থেকে সেরা ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা সংগ্রহ করতে চান তাহলে এই পোস্ট একদম শেষ পর্যন্ত দেখু*ন।
আজকের এই দিনে আমরা শ*হীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তাদের আত্মত্যাগ আমাদের জীবনে অমলিন স্মৃতি হয়ে রয়েছে।
শ*হীদদের র*ক্তে লেখা আমাদের মাতৃভাষার ইতিহাস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ*হীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
যুগ যুগ ধরে ভাষা শ*হীদরা রয়ে যাবে বাঙালির মনে
তাই এই দিনটিতে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা
আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের মাতৃভাষা বাংলা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা।
ভাষা আমাদের সংস্কৃতির বাহন।
আমাদের মাতৃভাষা বাংলার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা
একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি একটি ভাবধারা।
আসুন, আমরা এই ভাবধারাকে ধারণ করে সকলের জন্য ন্যায়বিচার ও সমতার সমাজ গড়ে তুলি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা।
২১ শে ফেব্রুয়ারি মেসেজ
প্রতিবছর এই দিন পালনের জন্য বাঙালিরা বিভিন্ন মেসেজ একে অপরের মাঝে শেয়ার করে থাকে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অতএব শ*হীদ দিবস এবং মাতৃভাষা দিবস হিসেবে সব থেকে সেরা এবং বাছাই করা কিছু মেসেজ এখানে উল্লেখ করা হয়েছে। অতএব আপনার পছন্দ মত নিচে উল্লিখিত বিভিন্ন মেসেজ সংগ্রহ করুন।
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাংলা ভাষার মাস,
বাংলা আমার মাতৃভাষা মিটায় মনের আশ।
মোদের গর্ব মোদের আশা আহা মরি বাংলা ভাষা।
একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।
ভাষা আমাদের অস্তিত্বের মূল চাবিকাঠি।
মাতৃভাষা দিবসে আসুন আমরা আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হই
এবং এর প্রতি ভালোবাসা প্রকাশ করি
ভাষা শুধুমাত্র কথা বলার মাধ্যম নয়,
এটি জ্ঞানের চাবিকাঠি।
মাতৃভাষা দিবসে আসুন আমরা জ্ঞান অর্জনের জন্য ভাষাকে ব্যবহার করি।”
ভাষা আমাদের ঐক্য ও সংহতির প্রতীক।
আসুন আমরা আমাদের ভাষার মাধ্যমে ঐক্য ও সংহতি বজায় রাখি
মনে পরে ৫২ এর কথা,
মনে পরে ২১শে ফেব্রুয়ারীর কথা।
যখন হারিয়েছি ভাইদের,
দিয়েছে র*ক্ত ভাষার জন্যে।
২১ শে ফেব্রুয়ারি উক্তি
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের বিখ্যাত কবিগণ বিভিন্ন ধরনের উক্তি আখ্যায়িত করেছেন। যা আবেগময় ও ভালোবাসা প্রকাশে উক্তি বিভিন্ন কবি এবং সম্মানিত ব্যক্তিরা উল্লেখ করেছেন। তাই আপনারা যারা একুশে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে উক্তি অনুসন্ধান করেছেন। তারা চাইলে নিচের দেওয়া বাছাই করা উক্তিগুলো সংগ্রহ করতে পারেন।
কাজী নজরুল ইসলাম
একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার মেরুদণ্ড।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তোমাদের এই র*ক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
শ*হীদ বরকত
জীবন দিয়ে যে ভাষা রক্ষা করা হয়, সে ভাষা অমর।
আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!
কাজী নজরুল ইসলাম
ভাষা আমাদের সংস্কৃতির মূল চাবিকাঠি। ভাষা হারালে আমরা হারিয়ে যাবো।
আবুল কাশেম ফজলুল হক
ভাষা হলো জাতির আত্মা। ভাষা হারালে জাতি হারায় তার অস্তিত্ব।
রবীন্দ্রনাথ ঠাকুর
ভাষা হলো আমাদের সংস্কৃতির বাহন।
২১ শে ফেব্রুয়ারি বাণী
বর্তমান সময়ে সামাজিক মাধ্যম কম বেশি সবাই ব্যবহার করে থাকেন। তবে বাংলাদেশে সামাজিক মাধ্যমে একটু বেশিই ব্যবহৃত হয়ে থাকে। ২১ শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে লক্ষ্য করা যায় প্রতিবছর অনেকেই facebook সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন বাণী উক্তি মেসেজ শেয়ার করে থাকে।
যা প্রত্যেক শেয়ারে এবং বাণীতে একুশে ফেব্রুয়ারি নিয়ে বিভিন্ন কথা নিহিত রয়েছে। ভাষার জন্য আত্মত্যাগ কারী ব্যক্তিদের কথা নিহিত রয়েছে। যে কথাগুলোর মাঝে শ*হীদদের ভালোবাসা ও সম্মান প্রকাশ পায়। তাই এরকম কিছু বাণী সংগ্রহ করতে নিচে প্রবেশ করুন।
শেখ মুজিবুর রহমান
মাতৃভাষা মানুষের মনের ভাব প্রকাশের সবচেয়ে সহজ ও সাবলীল মাধ্যম।
শেখ মুজিবুর রহমান
বাংলা হচ্ছে বিপ্লবের ভাষা, স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামের ভাষা
মহাত্মা গান্ধী
যে ভাষায় আমরা ভাবি, সে ভাষায় আমরা স্বপ্ন দেখি।
মাইকেল মধুসূদন দত্ত
মাতৃভাষার চেয়ে প্রিয় জিনিস আর কিছু নেই।
বাংলাদেশের সোনার ছেলে ভাষা শ*হীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি !
আবদুল লতিফ
বাংলা মানুষের ভাষা, আত্মার ভাষা’
শেষ কথা
আশা করতেছে ইতিমধ্যে আপনারা এই পোস্ট থেকে ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা মেসেজ উক্তি এবং বাণী সংগ্রহ করতে পেরেছেন। একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অনেকেই একে অপরকে অথবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শুভেচ্ছা মেসেজ এবং বাণী শেয়ার করে থাকেন। অতএব এ পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ