২১ শে ফেব্রুয়ারি কবিতা। একুশ নিয়ে কবিতা
বাংলাদেশের ইতিহাসে রয়েছে হাজারো বিরল ঘটনা। ছিল একান্ত ও আত্মত্যাগী দেশপ্রেমিকদের ইতিহাস। ছিল ভাষা আন্দোলনের মতো আত্মত্যাগী ঘটনা। ১৯৫২ এর রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে দিতে হয়েছে হাজারো তরুনের জীবন। তৎকালীন ভারত পাকিস্তান দুটি দেশ ভাগ হয়ে যাওয়ার পর থেকে পূর্ব পাকিস্তানের সকল বাঙ্গালীদের কাছ থেকে বাংলা ভাষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে।
কিন্তু বাঙালি ছাত্র সমাজ তা মেনে নেয়নি। যার পরিপ্রেক্ষিতে নানা নিপীড়ন এবং অত্যাচার সহ্য না করে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় হাজারো তরুণ ছাত্র মিলে এক বড় আন্দোলন এবং মিছিল তৈরি করেন। আর এই রাষ্ট্রভাষা বাংলা চাই দাবির মিছিলে উপস্থিত থাকা তরুন ছাত্র সমাজের উপর পুলিশেরা অনবরত ভাবে গুলি চালায়।
এতে ওই পুলিশের গুলিতে নিহত হয় সালাম, বরকত রফিক এবং জব্বার সহ নাম না জানা অনেক তরুণ ছাত্র। তাদের সম্মানে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি শ*হীদ দিবস পালন করা হয়। এছাড়াও এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশে পালন করা হয়। তাই ভাষা শ*হীদদের স্মরণে এবং মাতৃভাষা দিবসকে একান্তভাবে পালনের উদ্দেশ্যে বিভিন্ন কবিগন কবিতা তৈরি করেছেন। অতএব এই পোস্ট থেকে ২১ শে ফেব্রুয়ারি কবিতা সংগ্রহ করতে শেষ পর্যন্ত পড়ুন।
২১ শে ফেব্রুয়ারি কবিতা
সর্বপ্রথম একুশে ফেব্রুয়ারির দিনটিকে শ*হীদদের স্মরণে ১৯৫৩ সালে পালন করা হয়। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর। এবং ২০০১ সাল থেকে পুরো বিশ্বে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাঙালিদের জন্য ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ টি অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের বিভিন্ন মনীষী এবং কবিগণ একুশে ফেব্রুয়ারির দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন কবিতা তৈরি করেছেন। যে কবিতার মধ্যে ভাষার জন্য শ*হীদ হওয়া ব্যক্তিদের মনের কথা এবং তাদের শ্রদ্ধা নিহিত রয়েছে। তাই এই পোস্টের মাধ্যমে ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কবিতা উল্লেখ করা হয়েছে। অতএব যারা ২১ শে ফেব্রুয়ারি কবিতা এবং একুশ নিয়ে কবিতা অনুসন্ধান করছেন তারা এই পোস্ট সম্পূর্ণ দেখু*ন।
একুশে আমার মাতৃভাষা
একুশে আমার জান।
সেই একুশে ফেব্রুয়ারি জন্য
দিয়েছেন হাজার লক্ষ শহিদ এর প্রাণ।
শুন হে বরকত শুন, শুন হে সালাম,
তোমাদের আত্মত্যাগ ব্যর্থ হয় নাই।
তোমরা দিয়েছ প্রাণ, তাই –
আমরা মায়ের বোলে, কথা বলি, গান গেয়ে যাই।
একুশে ফেব্রুয়ারি,
ভাষা শ*হীদদের দিন,
আমাদের গর্ব,
আমাদের অহংকার।
একুশের সেরা কবিতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শ*হীদ দিবস হিসেবে প্রচুর সংখ্যক ছোট ছোট কবিতা এবং বড় বড় কবিতা অনলাইনে পাওয়া যায়। অতএব আমাদের এই পোস্টে একুশের সেরা কবিতা কয়েকটি তালিকা আকারে উল্লেখিত করা হয়েছে। ভাষা শ*হীদের আত্মত্যাগ এর কথা স্পষ্ট এই কবিতার মাধ্যমে জানতে পারবেন এবং অন্যদেরকে বুঝিয়ে দিতে পারবেন। তাই নিচের দেওয়া একুশের কয়েকটি সেরা কবিতা সংগ্রহ করুন।
শ*হীদের র*ক্তে রাঙা,
আমাদের এই মাটি।
২১ শে ফেব্রুয়ারি,
অমর এই দিনটি।
সালাম,বরকত,রফিক,শফিউর,জব্বার
সহনাম না-জানা বীরদের ত্যাগের তুলনা নাই,
তাইতো হৃদ্য প্রাণে তাদের প্রতি
বারে-বার সালাম জানাই
উর্দু নয়,বাংলা চাই
মোদের মাতৃভাষা এটাই
ছিল বীর বাঙালির বুক ভরা আশা,
এই দাবিতে চটে গেলো
পাক হিটলারের পাশা
বাঙালির বুকে বুলেট ছুড়ে
মিটালো তাদের র*ক্তের নেশা!!
২১ শে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা
মাতৃভাষা বাংলা রক্ষার্থে বাঙালি দামাল ছেলেরা দিয়েছিল তাদের র*ক্ত। আর শুধুমাত্র এ র*ক্তের বিনিময়েই অর্জিত হয়েছে বাংলা ভাষা। তাদের এই ত্যাগের কথা স্মরণে এবং সম্মানে প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি শ*হীদ দিবস এবং মাতৃভাষা দিবস পালন করা হয়। তবে সে বহুকাল পূর্বে থেকে বিভিন্ন কবি গুরু, নাট্যকার,বড় বড় গীতিকার নানা ধরনের ছোট কবিতা এবং বড় কবিতার আবৃত্তি করেছেন।
যেখানে স্পষ্ট সেই ত্যাগকৃত বাঙালিদের কথা ফুটে ওঠে। সে কবিতায় রয়েছে তাদের কথা। আর এই একুশে ফেব্রুয়ারি দিনে বাংলাদেশ সরকারসহ বিভিন্ন ব্যক্তিগণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যেখানে কবিতা আবৃত্তির বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাই যারা বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তির জন্য ছোট কবিতা অনুসন্ধান করছেন তারা নিচের কয়েকটি কবিতা লক্ষ্য করুন।
ভাষার জন্য যে লড়াই,
সেই লড়াই চলমান।
২১ শে ফেব্রুয়ারি,
সেই লড়াইয়ের প্রতীক।
বাংলার মুখ আমি দেখিয়াছি,
কত রণে কত যু*দ্ধে,
রণক্ষেত্রে রণাঙ্গনে,
রুধিরে স্নান করিয়া।
ভাষার জন্য” – মীর মশাররফ হোসেন
মাতৃভাষায় বলবে কথা সবার অধিকার
এ দাবিটা করতে আদায় প্রাণ দিল জব্বার।
২১ শে ফেব্রুয়ারি,
শোকের দিন, গর্বের দিন।
ভাষার শ*হীদদের,
স্মরণে এই দিন
একুশ নিয়ে কবিতা
বায়ান্নোর ২১শে ফেব্রুয়ারি অব্যবহিত পর থেকেই শুরু হয় ভাষা আন্দোলন কে ঘিরে কবিতা রচনা, যা অব্যহত রয়েছে এখনও। আপনাদের জন্য একুশে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা এখানে উল্লেখ করা হয়েছে। যে কবিতা গুলো আপনাদের অনেক পছন্দ হবে আশা করা যায়।
একুশ তুমি কি হাসবে
নাকি কাঁদবে এদিনে?
সারা বাংলার প্রতিটি মানুষ
শ্রদ্ধায় নত তোমাদের ঋণে।
দেখে যাও হে সালাম, জব্বার
জাগ্রত আবার শহদ মিনার,
সেদিন তোমাদের র*ক্তিম চিৎকার
আজ আমাদের গর্ব, অহংকার।
যখনই আমরা কথা বলি
মায়ের শেখানো স্বপ্ন বুলি,
সেই ভাষার মত কথাকলি
কানে ফুটে যায় নিরিবিলি।
আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবিতা
আমার ভাই র*ক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। তাদের এই আত্মত্যাগ কখনোই ভুলবার নয়। তাদের আত্মত্যাগের কথা স্মরণেই বিভিন্ন বড় বড় কবিগণ কবিতা তৈরি করেছেন। আর সেই কবিতাগুলো আপনাদের জন্য এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। অতএব একুশে ফেব্রুয়ারি নিয়ে সেরা কবিতাগুলো সংগ্রহ করতে নিচে দেখু*ন।
একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
র*ক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।তাদের জন্য পেয়েছি আজ
মোদের বাংলা ভাষা
স্বাধীন ভাবে পথ চলে যাই
মিটাই মনের আশা
র*ক্তভেজা তাদের সৃতি
আজও মনে পরে।বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
র*ক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।
শেষ কথা
প্রত্যেক বাঙালি এবং বাংলা পাশাপাশি ব্যক্তিদের জন্য একুশে ফেব্রুয়ারি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। তাই এই দিনকে খুবই শ্রদ্ধার সাথে সবার পালন করা উচিত। আশা করতেছি ইতিমধ্য শ্রদ্ধার সাথে অনেকেই এই পোস্ট থেকে ২১ শে ফেব্রুয়ারি কবিতা সংগ্রহ করে নিয়েছেন। অতএব এ পোস্ট উপকৃত মনে হলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ